হজের খুতবা গতবারের মত আজকেও বাংলায় অনুবাদ হবে

0
3
হজের খুতবা গতবারের মত আজকেও বাংলায় অনুবাদ হবে

প্রকাশিত: সোমবার, ১৯ জুলাই ২০২১ইং।। ৪ঠা শ্রাবন ১৪২৮ বঙ্গাব্দ (বর্ষাকাল।। ৯ জিলহজ্জ, ১৪৪২ হিজরী।।

বিক্রমপুর খবর : অনলাইন ডেস্ক : আজ পবিত্র হজ। হিজরি বছরের ৯ জিলহজ মুসলিম উম্মাহকে হজ পালনে ঐতিহাসিক আরাফাতের ময়দানে উপস্থিত হতে হয়। রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, ‘আল-হাজ্জু আরাফাহ অর্থাৎ আরাফাতের ময়দানে উপস্থিত হওয়াই হজ। বিশ্ব মুসলিমের মহাসম্মিলন স্থল বা মিলনমেলা এ আরাফার ময়দান। আরাফার ময়দানের পাশে অবস্থিত মসজিদে নামিরা থেকে হজের ভাষণ দেবেন কাবা শরিফের প্রসিদ্ধ ইমাম ও খতিব শায়খ ড. বন্দর বিন আব্দুল আজিজ আল বালিলাহ।

ফাইল ফটো 

প্রতি বছর তা বিভিন্ন ভাষায় অনুবাদ করা হয়। গত বছরের মতো এবারও আরাফার দিনের খুতবা সরাসরি বাংলাসহ ১০টি ভাষায় অনুবাদ করা হবে।

বাংলাসহ অন্য যে ভাষায় সম্প্রচার হবে হজের খুতবা তা হলো—

বাংলা,

ইংরেজি,

ফরাসি,

তুর্কি,

মালাইউ,

চায়নিজ,

উর্দু,

ফারসি,

রাশিয়ান ও

হাউসা।

এ বছর হজের খুতবার বাংলা অনুবাদক হিসেবে মনোনীত হয়েছেন বাংলাদেশের কক্সবাজার জেলার মাওলানা আ ফ ম ওয়াহীদুর রহমান। বর্তমানে তিনি মক্কা ইসলামি সেন্টারে দাঈ হিসেবে কাজ করছেন।

নিউজটি শেয়ার করুন .. ..             

   ‘‘আমাদের বিক্রমপুর-আমাদের খবর।

আমাদের সাথেই থাকুন-বিক্রমপুর আপনার সাথেই থাকবে!’’

একটি উত্তর দিন

দয়া করে আপনার কমেন্টস লিখুন
দয়া করে আপনার নাম লিখুন