প্রকাশিত :শনিবার,২৭ জুন ২০২০ইং ।। ১৩ই আষাঢ় ১৪২৭ বঙ্গাব্দ ।।
বিক্রমপুর খবর : অনলাইন ডেস্ক : মুন্সীগঞ্জ জেলা পুলিশের বিশেষ শাখার (ডিএসবি) উচ্চমান সহকারী মো: দুলাল শিকদার (৫২) করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন।
ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার রাত সাড়ে ১১টায় তার মৃত্যু হয়।
মুন্সীগঞ্জ পুলিশ বিভাগে করোনায় এটিই প্রথম মৃত্যু। দুলাল ছিলেন পুলিশ বিভাগের সিভিল স্টাফ।
জানা যায়, গ্রামের বাড়ি ঝালকাঠির কাঁঠালিয়ায় তাকে দাফন করা হবে।
ডিআইও-১ (ডিএসবির প্রধান) মিজানুর রহমান জানান, মুন্সীগঞ্জে কর্মরত অবস্থায় গত ১৮ জুন তার কোভিড-১৯ শনাক্ত হয়। অবস্থার অবনতির কারণে তাকে ঢাকার রাজারবাগ পুলিশ লাইন্স হাসাপাতালে ভর্তি করা হয়। শুক্রবার রাতে অবস্থার আরো অবনতি ঘটলে রাত ১০টার দিকে লাইফ সাপোর্টে নেয়া হয়।
তিনি আরো জানান, প্রথমে তার করোনা পরীক্ষায় নেগেটিভ রিপোর্ট আসে। তাই তিনি স্বাভাবিক চলাফেরা করছিলেন। কয়েক দিন পরই তার আরেক সহকর্মীর করোনা শনাক্ত হয়। কিন্তু তিনি পরবর্তীতে আর পরীক্ষা করাননি। কিন্তু অস্বাভাবিক জ্বর এবং উপসর্গ দেখা দিলে আবার পরীক্ষা করালে করোনা পজেটিভ আসে। আগে থেকেই তার অ্যাজমা সমস্যা ছিল, করোনার পর শ্বাসকষ্ট আরো বেড়ে যায়। অবশেষে চিকিৎসাধীন অবস্থায় না ফেরার দেশে চলে গেছেন।
মৃত্যুকালে দুলাল শিকদার স্ত্রী ও দুই কন্যা ও অনেক শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন।
দুলাল শিকদারের মৃত্যুতে মুন্সীগঞ্জ পুলিশ সুপার আব্দুল মোমেন ও ডিআইও-১ মিজানুর রহমান গভীর শোক জানিয়েছেন।
নিউজটি শেয়ার করুন .. ..
‘‘আমাদের বিক্রমপুর-আমাদের খবর।
আমাদের সাথেই থাকুন-বিক্রমপুর আপনার সাথেই থাকবে!’’
Login করুন : https://www.bikrampurkhobor.com
আমাদের পেইজ এ লাইক দিন শেয়ার করুন।