বাংলাদেশ পর্যটনে পাঁচ ধাপ এগিয়েছে

0
8
পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজার-দীর্ঘ প্রায় ১২০ কিলোমিটার

প্রকাশিত: শনিবার, ৭ সেপ্টেম্বর ২০১৯, ২৩শে ভাদ্র, ১৪২৬ বঙ্গাব্দ।

বিক্রমপুর খবর: অনলাইন ডেস্ক: চলতি বছরে পর্যটনবান্ধব তালিকায় পাঁচ ধাপ এগিয়েছে বাংলাদেশ। বাংলাদেশের এ অবস্থান (তালিকায় ১২০ তম) দক্ষিণ এশিয়ার জন্য বড় ধরনের সাফল্য। বিশ্ব অর্থনৈতিক ফোরামের ২০১৯ সালের ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম কম্পিটিটিভ’র প্রতিবেদনে ভ্রমণ ও পর্যটনে সেরা দেশগুলোর তালিকা প্রকাশিত হয়।

প্রাকৃতিক সম্পদ ও সাংস্কৃতিক ঐতিহ্যের সুবাদে বাংলাদেশে বিদেশি পর্যটকদের সংখ্যা দ্রুত বৃদ্ধি পাবে বলে আশা করা হয়েছে এ প্রতিবেদনে।

বিমান পরিবহন অবকাঠামো, নিরাপত্তা, সংস্কৃতি, বাসস্থান, টাকার মান ও স্থিতিশীল ভ্রমণের সুযোগসহ ৯০টি মানদণ্ড বিবেচনা করে ১৪০ দেশের র‌্যাংকিং করা হয়েছে।

ট্রাফেল অ্যান্ড ট্যুরিজম কম্পিটিটিভের এ প্রতিবেদনে বলা হয়, আঞ্চলিক বিশ্লেষণে এশিয়া-প্যাসিফিকে নিরাপত্তা ও সুরক্ষায় সবচেয়ে বেশি উন্নতি করেছে বাংলাদেশ। নিরাপত্তা ও সুরক্ষা বৃদ্ধির ফলে ভ্রমণের জন্য বাংলাদেশ বেশ সুবিধাজনক বলে উল্লেখ করা হয়েছে প্রতিবেদনে। এতে পর্যটন শিল্পে উল্লেখযোগ্য উন্নতির আভাস রয়েছে।

একটি উত্তর দিন

দয়া করে আপনার কমেন্টস লিখুন
দয়া করে আপনার নাম লিখুন