প্রকাশিত: শনিবার, ৭ সেপ্টেম্বর ২০১৯, ২৩শে ভাদ্র, ১৪২৬ বঙ্গাব্দ।
বিক্রমপুর খবর: অনলাইন ডেস্ক: চলতি বছরে পর্যটনবান্ধব তালিকায় পাঁচ ধাপ এগিয়েছে বাংলাদেশ। বাংলাদেশের এ অবস্থান (তালিকায় ১২০ তম) দক্ষিণ এশিয়ার জন্য বড় ধরনের সাফল্য। বিশ্ব অর্থনৈতিক ফোরামের ২০১৯ সালের ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম কম্পিটিটিভ’র প্রতিবেদনে ভ্রমণ ও পর্যটনে সেরা দেশগুলোর তালিকা প্রকাশিত হয়।
প্রাকৃতিক সম্পদ ও সাংস্কৃতিক ঐতিহ্যের সুবাদে বাংলাদেশে বিদেশি পর্যটকদের সংখ্যা দ্রুত বৃদ্ধি পাবে বলে আশা করা হয়েছে এ প্রতিবেদনে।
বিমান পরিবহন অবকাঠামো, নিরাপত্তা, সংস্কৃতি, বাসস্থান, টাকার মান ও স্থিতিশীল ভ্রমণের সুযোগসহ ৯০টি মানদণ্ড বিবেচনা করে ১৪০ দেশের র্যাংকিং করা হয়েছে।
ট্রাফেল অ্যান্ড ট্যুরিজম কম্পিটিটিভের এ প্রতিবেদনে বলা হয়, আঞ্চলিক বিশ্লেষণে এশিয়া-প্যাসিফিকে নিরাপত্তা ও সুরক্ষায় সবচেয়ে বেশি উন্নতি করেছে বাংলাদেশ। নিরাপত্তা ও সুরক্ষা বৃদ্ধির ফলে ভ্রমণের জন্য বাংলাদেশ বেশ সুবিধাজনক বলে উল্লেখ করা হয়েছে প্রতিবেদনে। এতে পর্যটন শিল্পে উল্লেখযোগ্য উন্নতির আভাস রয়েছে।