অটিজম কোনও রোগ নয়, একটি বিশেষ পরিস্থিতি: পররাষ্ট্রমন্ত্রী

0
1
অটিজম কোনও রোগ নয়, একটি বিশেষ পরিস্থিতি: পররাষ্ট্রমন্ত্রী
প্রকাশিত: রবিবার ৭ নভেম্বর ২০২১ইং।।২২শে কার্তিক ১৪২৮বঙ্গাব্দ(হেমন্তকাল)।।৩০ রবিউল আউয়াল ১৪৪৩ হিজরী।।

বিক্রমপুর খবর : অনলাইন ডেস্ক : পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, ‘সমাজে সম্পৃক্তকরণের মাধ্যমে শারীরিকভাবে অক্ষমদের প্রয়োজন পূরণে সরকার অঙ্গীকারাবদ্ধ।’ তিনি বলেন, ‘অটিজম কোনও রোগ নয়, এটি একটি বিশেষ পরিস্থিতি, যা ব্যাপক যত্নের দাবি করে।’

শুক্রবার লন্ডনের অ্যাপাসেন ইন্টারন্যাশনালের হেড অফিস পরিদর্শনকালে তিনি একথা বলেন। এই সংগঠন বাংলাদেশের শহর ও গ্রামাঞ্চলের দুস্থ, শারীরিকভাবে প্রতিবন্ধী, অটিস্টিক এবং অন্যান্যদের জীবন-মান উন্নয়নে কাজ করে।

অ্যাপাসেন ডে সেন্টার পরিদর্শনের পর পররাষ্ট্রমন্ত্রী অ্যাপাসেন ইন্টারন্যাশনালের উদ্যোগে সিলেটে প্রতিষ্ঠিত বিশেষায়িত স্কুল ও মডেল ডে সেন্টারের কর্মকাণ্ডের প্রশংসা করেন।

অ্যাপাসেন ইন্টারন্যাশনারের প্রধান নির্বাহী মাহমুদ হাসান ছাত্র-ছাত্রীদের বিভিন্ন কর্মকাণ্ড সম্পর্কে মন্ত্রীকে অবহিত করেন। মাহমুদ হাসান বোর্ড অব ট্রাস্টির পক্ষ থেকে ড. মোমেনকে ক্রেস্ট প্রদান করেন।

সূত্র: বাসস

 

নিউজটি শেয়ার করুন .. ..  

   (বিজ্ঞাপন)  https://www.facebook.com/3square1          

   ‘‘আমাদের বিক্রমপুর-আমাদের খবর।

আমাদের সাথেই থাকুন-বিক্রমপুর আপনার সাথেই থাকবে!’’

                                                                Login করুন : https://www.bikrampurkhobor.com

একটি উত্তর দিন

দয়া করে আপনার কমেন্টস লিখুন
দয়া করে আপনার নাম লিখুন