তিন দিনের ‘ছুটির চাপে’ পদ্মার শিমুলিয়ায় যানজট দেখা দিয়েছে; পার হওয়ার অপেক্ষায় রয়েছে তিন শতাধিক গাড়ি।
মুন্সীগঞ্জ বিআইডব্লিউটিসির এজিএম বরকত উল্লাহ জানান, “শুক্রবার বিকাল থেকে গাড়ির চাপ বেড়ে যায়। তবে শনিবার সকাল নাগাদ চাপ কমে আসে।
“শুক্র ও শনি সাপ্তাহিক ছুটির সঙ্গে রোববার ১৬ ডিসেম্বরের ছুটি থাকায় অনেকেই বাড়ি যাচ্ছেন। এ কারণে হঠাৎ এই জট দেখা দিয়েছে বলে ধারণা করছি। রাতে একসময় পাঁচ শতাধিক গাড়ি আটকা পড়লেও সকাল নাগাদ চাপ কমে আসে। এখনও শ তিনেক গাড়ি পার হওয়ার অপেক্ষায় রয়েছে।”
শিমুলিয়া-কাঁঠালবাড়ি নৌপথে ১৭টা ফেরির সবই চলছে জানিয়ে তিনি বলেন, “বিকাল নাগাদ পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসবে বলে ধারণা করছি।”
Source : Bdnews24