মুন্সীগঞ্জের লৌহজং উপজেলায় ট্রাকের সঙ্গে প্রাইভেট কারের সংঘর্ষে একজন নিহত হয়েছেন; আহত হয়েছেন আরও চারজন।
লৌহজং থানার ওসি মো. মনির হোসেন জানান, সোমবার ভোরে উপজেলার কুমারভোগ এলাকায় হতাহতের এ ঘটনা ঘটে।
নিহত ফুয়াদ (৪০) ঢাকার উত্তরার বাসিন্দা জানিয়ে তিনি বলেন, ফুয়াদসহ পাঁচজন ঢাকা থেকে পদ্মাপাড়ে বেড়াতে এসেছিলেন। ভোরে ঢাকা ফেরার পথে একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে কারটি দুমড়ে-মুচড়ে যায়।
“ঘটনাস্থলেই কারটির চালকের আসনে বসা ফুয়াদ নিহত হন।”
দুর্ঘটনায় আহত হয়েছেন সামিউল (৪৫), খাদিজা আক্তার (৩৮), মো. রাসেল (৪০) ও নাইমা আক্তার (৪২) নামে চারজন।
প্রথমে তাদের শ্রীনগর স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে ঢাকা মেডিকেলে কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানান ওসি মনির।
কারটিতে একটি ফেনসিডিল ও কিছু গাঁজা পাওয়া গেছে জানিয়ে তিনি বলেন, “কারটি রং সাইডে ছিল। পুলিশ ধারণা করছে দুর্ঘটনার সময় চালক স্বাভাবিক ছিলেন না।”
পুলিশ ট্রাকটি আটক করলেও চালককে ধরতে পারেনি।
ট্রাকে কোনো কাগজপত্রও পাওয়া যায়নি জানিয়ে তিনি বলেন, “ট্রাকের গায়ে যে মোবাইল নম্বরটি ব্যবহার করা হয়েছে তাও সঠিক নয় বলে পুলিশ মনে করছে।”
লাশ ময়নাতদন্তের জন্য মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
Source : Bdnews24