ভারত থেকে গোপনে প্রবেশের সময় আটক ২৭, করোনাভাইরাস সংক্রমণের শঙ্কা

0
7
ভারত থেকে গোপনে প্রবেশের সময় আটক ২৭, করোনাভাইরাস সংক্রমণের শঙ্কা

প্রকাশিত: সোমবার, ১০ মে ২০২১ইং।। ২৭শে বৈশাখ ১৪২৮ বঙ্গাব্দ(গ্রীস্মকাল)। ২৭  রমজান ১৪৪২ হিজরী

বিক্রমপুর খবর : অনলাইন ডেস্ক : ঝিনাইদহের মহেশপুর উপজেলায় সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে প্রবেশের সময় ২৭ জনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তাদের বিরুদ্ধে মহেশপুর থানায় মামলার প্রস্তুতি চলছে।

সোমবার (১০ মে) ভোররাতে উপজেলার সামন্তা ও মাটিলা সীমান্ত এলাকা থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা নিজেদের বাংলাদেশি বলে দাবি করছেন।

এদিকে এমন অনুপ্রবেশের ফলে করোনাভাইরাসের ভারতীয় ধরন ছড়িয়ে পড়ার আশঙ্কা করছেন স্থানীয়রা।

বিজিবির খালিশপুর ৫৮ ব্যাটালিয়নের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল কামরুল আহসান জানান, অবৈধ অনুপ্রবেশের খবর পেয়ে বিজিবির টহলদল অভিযান চালায়। এসময় মাটিলা সীমান্ত থেকে ১৯ জন ও সামন্তা এলাকা থেকে আটজনকে আটক করা হয়। আটককৃতদের বাড়ি দেশের বিভিন্ন জেলায়। তাদের বিরুদ্ধে মহেশপুর থানায় মামলার প্রস্তুতি চলছে।

নিউজটি শেয়ার করুন .. ..             

   ‘‘আমাদের বিক্রমপুর-আমাদের খবর

আমাদের সাথেই থাকুন-বিক্রমপুর আপনার সাথেই থাকবে!’’

Login করুন : https://www.bikrampurkhobor.com

আমাদের পেইজ লাইক দিন শেয়ার করুনhttps://www.facebook.com/BikrampurKhobor

একটি উত্তর দিন

দয়া করে আপনার কমেন্টস লিখুন
দয়া করে আপনার নাম লিখুন