প্রকাশিত: বুধবার,২৫ নভেম্বর ২০২০ইং ।। ১০ই অগ্রাহায়ণ ১৪২৭ বঙ্গাব্দ (হেমন্তকাল)।। ৯ই রবিউস-সানি,১৪৪২ হিজরী।
বিক্রমপুর খবর : অনলাইন ডেস্ক : নভেম্বরের শুরুতেই মারাদোনাকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। নিজের ৬০তম জন্মদিন পালনের পরই প্রচণ্ড অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন এই ফুটবল কিংবদন্তি।
৬০ বছর বয়সে প্রয়াত হলেন আর্জেন্তাইন ফুটবল কিংবদন্তি ডিয়েগো মারাদোনা। এদিন হার্ট অ্যাটাক হয়ে তিনি প্রয়াত হয়েছেন বলে সূত্রের খবর।
নভেম্বরের শুরুতেই মারাদোনাকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। নিজের ৬০তম জন্মদিন পালনের পরই প্রচণ্ড অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন এই ফুটবল কিংবদন্তি। মস্তিষ্কে রক্ত জমাট বাঁধায় অস্ত্রোপচার হয়েছিল আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী অধিনায়কের। সেই অস্ত্রোপচার সফলও হয়েছিল। কিন্তু তাতেও শেষ রক্ষা হল না। বুধবার প্রয়াত হলেন মারাদোনা! সূত্রের খবর, ব্যুনোজ় এইরেজে নিজের বাসভবনেই মারা যান তিনি।
মারাদোনার হয়ে কাজ করেন একজন স্টাফ সে সময়ে সংবাদমাধ্যম দ্য অ্যাসোসিয়েটেড প্রেস-এর কাছে বলেছিলেন যে, ‘খুব সিরিয়াস কিছু নয়।’ পাশাপাশিই তিনি আরও জানিয়েছিলেন যে, এই মুহূর্তেই মারাদোনার শারীরিক অবস্থা নিয়ে এর থেকে বেশি কিছু সংবাদমাধ্যমের কাছে বলার অনুমতি তাঁকে দেওয়া হয়নি। কিন্তু সেই সিরিয়াস কিছু নয়ই যে, এমনতর সিরিয়াস হয়ে ধরা দেবে তা দুঃস্বপ্নেও কল্পনা করতে পারেননি সারা বিশ্বের ফুটবল প্রেমীরা।
সেই স্টাফার আরও বলেন, ‘এক সপ্তাহের জন্য উনি খুব মুষড়ে পড়েছিলেন। খাওয়া-দাওয়া সবই বন্ধ করে দিয়েছিলেন।’ প্রাক্তন এই ফুটবল তারকার ব্যক্তিগত ডাক্তার লিওপোল্ডো লিউক তাঁর হেল্থ চেকআপ সংক্রান্ত যাবতীয় বিষয় খতিয়ে দেখছিলেন বলে জানা গিয়েছে।
১৯৮৬ সালের আর্জেন্তিনার ফুটবল বিশ্বকাপজয়ী অধিনায়ক-কে লা প্লাতার একটি প্রাইভেট ক্লিনিকে ভর্তি করা হয়েছিল। ব্যুনোজ় এইরেজের দক্ষিণেই রয়েছে এই লা প্লাতা। গত বছরের শেষ থেকে এখানেই থাকেন মারাদোনা। ফার্স্ট ডিভিশন টিম জিমনাসিয়া ওয়াই এসগ্রিমা-র হয়ে কোচিং করার জন্যই ব্যুনোজ় এইরেজে থাকেন ফুটবলের রাজপুত্র।
কিছু দিন আগেই ৬০ বছরে পা দেন ডিয়েগো মারাদোনা। আর সে দিনই ছিল পাত্রোনাতোর বিরুদ্ধে জিমনাসিয়ার ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ ম্যাচ। সেই ম্যাচে ৩-০ গোলে জিতে যায় ডিয়েগোর দল জিমনাসিয়া। তবে ফার্স্ট হাফ শেষ হওয়ার আগেই মাঠ ছেড়ে চলে যান তিনি। আর তাতেই তাঁর শারীরিক অবস্থা নিয়ে প্রশ্ন ওঠে। তবে করোনা আক্রান্ত হননি মারাদোনা, সে কথা নিশ্চিত করে জানিয়েছিলেন তাঁর ডাক্তার লিউক। যদিও সূত্রের খবর, তাঁর কাছে কর্মরত এক ব্যক্তি কিছু দিন আগেই কোভিড আক্রান্ত হয়েছিলেন। তারপর বেশ কিছুদিন নিজেকে আইসোলেশনে রেখেছিলেন ডিয়েগো।
মারাদোনার ডাক্তার লিউক সে সময়ে বলছিলেন, ‘ওঁর শরীরে কোনও শক্তিই ছিল না। তার পরে আবার জন্মদিনের জন্য ওঁর স্বাস্থ্যের আরও জটিলতা বাড়ে।’ সঙ্গে লিউক আরও যোগ করেন, ‘আমি তাঁকে তিন দিনের জন্য হাইড্রেটেড রাখতে চাই। কী হয় দেখব, সেই অনুযায়ী পরবর্তী ওষুধ দেব। তবে কোনও এমারজেন্সি কিছু নেই। ডিয়েগো যখন চাইবে, তখনই বাড়ি যেতে পারবে।’ কিন্তু ডিয়েগো বাড়ি ফিরলেন ঠিকই। মৃত্যুর কাছে শেষমেশ তাঁকে হার মানতে হল।
বিশ্ব ফুটবলের অন্যতম সেরা তারকা মারাদোনা বার্সেলোনা, নাপোলি এবং সেভিলা ছাড়াও বিভিন্ন সময়ে বিভিন্ন ক্লাবের হয়ে খেলেছেন। ফুটবলের এই গোল্ডেন বয় ৯১ ইন্টারন্যাশনাল ফিক্সচার্সে আর্জেন্তিনাকে রিপ্রেজেন্ট করেছিলেন। চার বার আর্জেন্তিনার জার্সি গায়ে FIFA World Cup খেলেছেন মারাদোনা। ১৯৮৬ সালে আর্জেন্তিনার বিশ্বকাপ জয়ের অধিনায়ক ছিলেন তিনিই। সে বার মারাদোনা গোল্ডেন বলও জিতেছিলেন।
১৯৮৬ সালের বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম গোলটি করার পরই ফুটবল বিশ্ব মারাদোনাকে ‘হ্যান্ড অফ গড’ আখ্যা দিয়ে দেয়। তার পরে সেই ম্যাচেই আবার যেই তিনি দ্বিতীয় গোলটি করলেন, তখন বলা হল, ‘গোল অফ দ্য সেঞ্চুরি’। তার কারণ হল এই অ্যাটাকিং মিডফিল্ডার সেই বলটি ইংল্যান্ডের ৫ জন প্লেয়ারের থেকে ড্রিবল করে সোজা নেটে পাঠিয়েছিলেন।
নিজের ফুটবল জীবনে যেমন দাপিয়ে খেলে গিয়েছেন, তেমনই আবার ২০০৮ সাল থেকে ২০১০ সাল অবধি আর্জেন্তিনার জাতীয় দলের কোচিংও করেছিলেন ডিয়েগো মারাদোনা। তবে এহেন ফুটবল কিংবদন্তিকে ব্যক্তিগত জীবনে বহু যুদ্ধের সম্মুখীন হতে হয়েছিল। একটা সময়ে তিনি চরম পর্যায়ের মাদকাসক্ত হয়ে গিয়েছিলেন। আর সেখান থেকেই স্থূলত্ব রোগেও আক্রান্ত হয়েছিলেন মারাদোনা। অ্যালকোহলের নেশা ছাড়ানোর জন্য ২০০৭ সাল থেকে চিকিৎসাও করাচ্ছিলেন ফুটবলের রাজপুত্র। শেষমেশ সব যুদ্ধের অবসান হল ২৫ নভেম্বর, ২০২০ সালে এসে।
নিউজটি শেয়ার করুন .. ..
‘‘আমাদের বিক্রমপুর-আমাদের খবর।
আমাদের সাথেই থাকুন-বিক্রমপুর আপনার সাথেই থাকবে!’’
Login করুন : https://www.bikrampurkhobor.com
আমাদের পেইজ এ লাইক দিন শেয়ার করুন।
জাস্ট এখানে ক্লিক করুন। https://www.facebook.com/BikrampurKhobor