২লাখ ৪০ হাজার মিটার কারেন্টজাল জব্দ; মুন্সীগঞ্জে সুন্দরবন কুরিয়ারে পাচারকালে

0
10
২লাখ ৪০ হাজার মিটার কারেন্টজাল জব্দ; মুন্সীগঞ্জে সুন্দরবন কুরিয়ারে পাচারকালে

প্রকাশিত: বুধবার, ১৬ ডিসেম্বর ২০২০ইং ।। ১লা পৌষ ১৪২৭ বঙ্গাব্দ (শীতকাল)।  ৩০শে রবিউস-সানি,১৪৪২ হিজরী।

বিক্রমপুর খবর : মুন্সীগঞ্জ প্রতিনিধি : মুন্সীগঞ্জে সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাচারকালে ২ লাখ ৪০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করেছে মুক্তারপুর নৌপুলিশ ফাঁড়ি । মঙ্গলবার সন্ধ্যা সোয়া ৬টার সময় অভিযান চালিয়ে এই অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয়। এ সময় সুন্দরবন কোরিয়ার সার্ভিসের ম্যানেজার ও বুকিং মাস্টারকে আটক করা হয়েছে।

মুক্তারপুর নৌপুলিশ ফাঁড়ি সূত্র জানায়, গোপন সংংবাদে খবর পেয়ে সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মুন্সীগঞ্জ শহরস্থ শাখায় অভিযান চালিয়ে গাড়িতে একাধিক বস্তা ভর্তি বিপুল পরিমানের অবৈধ কারেন্ট জাল জব্দসহ সুন্দরবন কোরিয়ার সার্ভিসের ম্যানেজার ও বুকিং মাস্টারকে আটক করা হয়।

মুন্সীগঞ্জে দীর্ঘদিন ধরে সুন্দরবন কোরিয়ার সার্ভিসের মাধ্যমে কারেন্ট জাল বিক্রি চলে আসছে। নৌপুলিশ ও প্রশাসনকে বিভিন্ন সময় তথ্য দিলেও তারা বিষয়টি আমলে নেয়নি। কিছুদিন পূর্বেও সাংবাদিকদের কাছে কারেন্টজালসহ গাড়ি ধরা পরে। তবে মোটা অংকের টাকার বিনিময়ে ছেড়ে দেয় এমন অভিযোগও রয়েছে।

নিউজটি শেয়ার করুন .. ..                    

 ‘‘আমাদের বিক্রমপুরআমাদের খবর

আমাদের সাথেই থাকুনবিক্রমপুর আপনার সাথেই থাকবে!’’

একটি উত্তর দিন

দয়া করে আপনার কমেন্টস লিখুন
দয়া করে আপনার নাম লিখুন