সেনা প্রধানের কোনো ফেসবুক আইডি নেই

0
14
সেনা প্রধানের কোনো ফেসবুক আইডি নেই

প্রকাশিত:সোমবার,২৬ অক্টোবর ২০২০ইং ।। ১০ই কার্তিক ১৪২৭ বঙ্গাব্দ (হেমন্তকাল)।। ৮ই রবিউল আউয়াল,১৪৪২ হিজরী
বিক্রমপুর খবর : অনলাইন ডেস্ক : সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদের নামে ফেসবুকসহ অন্য সোশ্যাল মিডিয়ায় ব্যক্তিগত কোনো অ্যাকাউন্ট বা আইডি নেই। কিন্তু সেনা প্রধানের নামে ভুয়া অ্যাকাউন্ট ও আইডি ব্যবহার করে বিভিন্ন তথ্য উপস্থাপন করা হচ্ছে। যা মিথ্যা হিসেবে গণ্য করতে সকলকে অনুরোধ করা হয়েছে।

রোববার (২৫ অক্টোবর) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, ফেসবুকসহ সোস্যাল মিডিয়ায় সেনাবাহিনী প্রধান আজিজ আহমেদের ব্যক্তিগত কোনো আইডি বা অ্যাকাউন্ট নেই। কিন্তু সম্প্রতি ফেসবুকসহ বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় সেনাপ্রধান আজিজ আহমেদের (Aziz Ahmed) নাম ও ছবি ব্যবহার করে ভুয়া আইডি খুলে বিভিন্ন স্ট্যাটাস প্রদান ও তথ্য উপস্থাপন করা হচ্ছে। এসব ভুয়া আইডি থেকে প্রকাশিত সব তথ্য মিথ্যা হিসেবে গণ্য করতে সকলকে অনুরোধ করা হলো।

নিউজটি শেয়ার করুন .. ..

‘‘আমাদের বিক্রমপুর-আমাদের খবর।
আমাদের সাথেই থাকুন-বিক্রমপুর আপনার সাথেই থাকবে!’’

একটি উত্তর দিন

দয়া করে আপনার কমেন্টস লিখুন
দয়া করে আপনার নাম লিখুন