প্রকাশিত:বৃহস্পতিবার, ৮ এপ্রিল ২০২১ইং।।২৫শে চৈত্র ১৪২৭ বঙ্গাব্দ(বসন্তকাল।। ২৫শাবান ১৪৪২ হিজরী
বিক্রমপুর খবর : সিরাজদিখান প্রতিনিধি : হেফাজতে ইসলামের প্রতিবাদ সমাবেশ ঘিরে সিরাজদীখান উপজেলার কেয়াইন ইউনিয়নের পৃথক ৪টি স্থানে ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন।
গতকাল বুধবার সন্ধ্যা ৬টা থেকে আজ বৃহস্পতিবার রাত ১০টা পর্যন্ত ১৪৪ ধারা জারি করা হয়েছে। প্রতিবাদ সমাবেশস্থল উপজেলার কেয়াইন ইউনিয়নের কুচিয়ামোড়া কলেজ মাঠ ছাড়াও ইকবাল মার্কেট সংলগ্ন কবরস্থান এলাকা, নিমতলা বাসস্ট্যান্ড, নিমতলা আওলাদ মার্কেট এলাকাসহ আশপাশের ২০০ গজের ভেতর ১৪৪ ধারা জারি করে সভা-সমাবেশ নিষিদ্ধ করে প্রশাসন।
সিরাজদীখান উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ ফয়েজুল ইসলাম জানান, করোনার প্রাদুর্ভাব, সরকারি বিধিনিষেধ, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ও হেফাজতের সভা-সমাবেশের ওপর ভিত্তিতে করে ১৪৪ ধারা জারি করা হয়েছে।
প্রসঙ্গত, আজ বৃহস্পতিবার বাদ জোহর সিরাজদীখান উপজেলার কেয়াইন ইউনিয়নের কুচিয়ামোড়া কলেজ মাঠে প্রতিবাদ সমাবেশের আয়োজন করেছে ঢাকা দক্ষিণ ও মুন্সীগঞ্জ জেলা হেফাজতে ইসলাম। সাম্প্রতিক সময়ে হেফাজতে ইসলামের আন্দোলনে কেন্দ্রীয় নায়েবে আমির মধুপুরের পীর আব্দুল হামিদ ও সৈয়দপুর মাদ্রাসার মুহতামিম মাওলানা বশির আহমাদের ওপর হামলা ও মামলার প্রতিবাদে সমাবেশে আয়োজন করা হয়েছে। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে হেফাজতে ইসলামের কেন্দ্রীয় আমির জুনায়েদ বাবুনগরীর। এ ছাড়া হেফাজতে ইসলামের কেন্দ্রীয় নেতা নূর হোসাইন নুরানীর সভাপতিত্বে কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব শাইখুল হাদিস মামুনুল হকের প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে ওই প্রতিবাদ সমাবেশে।
তবে বুধবার সন্ধ্যায় হেফাজতে ইসলাম প্রতিবাদ সভা স্থগিতের ঘোষণা দিয়েছে।
নিউজটি শেয়ার করুন .. ..
‘‘আমাদের বিক্রমপুর-আমাদের খবর।
আমাদের সাথেই থাকুন-বিক্রমপুর আপনার সাথেই থাকবে!’’
Login করুন : https://www.bikrampurkhobor.com
আমাদের পেইজ এ লাইক দিন শেয়ার করুন।