সিরাজদিখানে নূর ইসলামের হ্যাচারির পানিতে কৃষকের ফসল নষ্ট

0
14
সিরাজদিখানে নূর ইসলামের হ্যাচারির পানিতে কৃষকের ফসল নষ্ট

প্রকাশিত : শনিবার, ১৬ মে ২০২০ ইং ।। ২রা জ্যৈস্ঠ  ১৪২৭ বঙ্গাব্দ।। ২২ রমজান ১৪৪১

বিক্রমপুর খবর : সিরাজদিখান প্রতিনিধি : অপরিকল্পিত হ্যাচারি নির্মান করায় সিরাজদিখানে কৃষকের জমির ফসল নষ্ট হচ্ছে হ্যাচারির পানিতে। করোনায় অর্থনৈতিক মন্দার কারনে দিন রাত পরিশ্রম করে জমিতে ঢেরস চাষ করলেও ফলন আসার পর হ্যাচারির পানি ঢেরস ক্ষেতে প্রবেশ করায় ক্ষতিগ্রস্থ হয়েছে কৃষক। বার বার অনুরোধ করার পরও কোন কার্যকরী পদক্ষেপ নেয়নি হ্যাচারির মালিক। মেসার্স ভাই ভাই মৎস্য হ্যাচারির মালিক নূর ইসলাম প্রভাবশালী ব্যক্তি হওয়ায় কৃষকের কথায় কর্নপাত না করায় নষ্ট হয়েছে ফসল।

উপজেলার কোলা ইউনিয়নের নন্দনকোনা এলাকার ইদ্রিস শেখের ছেলে মো: জামাল জানান- আমি ক্ষতিগ্রস্থ, ৪৫ শতাংশ জমিতে ঢেরস রোপন করি গাছ গুলো খুবই ভাল হয়েছিল ভাল ফলনের আশায় পরিশ্রম করে যাচ্ছি কিন্তু হ্যাচারির পানিতে নষ্ট হচ্ছে ক্ষেতের ফসল। আমি আমার এলাকার ইউপি মেম্বার নজরুল ইসলাম মল্লিককে আমার ক্ষতিগ্রস্থের কথা জানিয়ে দ্রুত সমাধানের চেষ্টা করলেও কেউ শুনেনি আমার কথা। কোথায় বা কার কাছে গেলে তিনি সমাধান পাবেন বার বার বলছিলেন সেই কথা।

একটি উত্তর দিন

দয়া করে আপনার কমেন্টস লিখুন
দয়া করে আপনার নাম লিখুন