মিরকাদিম পৌর মেয়রের বাসায় বিস্ম্ফোরণের রহস্য এখনো উন্মোচন হয়নি

0
5
মিরকাদিম পৌর মেয়রের বাসায় বিস্ম্ফোরণের রহস্য এখনো উন্মোচন হয়নি

প্রকাশিত:বৃহস্পতিবার, ৮ এপ্রিল ২০২১ইং।।২৫শে চৈত্র ১৪২৭ বঙ্গাব্দ(বসন্তকাল।। ২৫শাবান ১৪৪২ হিজরী

বিক্রমপুর খবর : মুন্সীগঞ্জ প্রতিনিধি :মিরকাদিম পৌরসভার মেয়র হাজি আব্দুস সালামের রামগোপালপুরের বাসভবনে বিস্ম্ফোরণের ২৪ ঘণ্টা পার হলেও ঘটনার রহস্য উন্মোচন করতে পারেনি আইনশৃঙ্খলা বাহিনী। গ্যাস লিকেজের কারণে বিস্ম্ফোরণের ঘটনা ঘটতে পারে বলে জানিয়েছিলেন মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আবু ইউছুফ। সিআইডি পুলিশ ঘটনার তদন্ত করছে এবং বিস্ম্ফোরণের রহস্য উন্মোচনের চেষ্টা চালাচ্ছে।

জেলার দায়িত্বপ্রাপ্ত সিআইডির পুলিশ সুপার (বিশেষ) নাছিমা আক্তার গতকাল সন্ধ্যায় বলেন, বিস্ম্ফোরণস্থল ও আশপাশ এলাকা পরিদর্শনকালে বেশকিছু আলামত জব্দ করেছেন তাদের অপরাধ শাখার বোমা বিশেষজ্ঞ দলের সদস্যরা। সেই আলামত পরীক্ষা-নিরীক্ষা চলছে। এখনই কিছু বলা যাচ্ছে না।

মেয়র আব্দুস সালাম বলেন, প্রাণনাশের ষড়যন্ত্রের অংশ হিসেবেই কুচক্রী মহল লালব্যাগভর্তি গানপাউডার বা বিস্ম্ফোরক জাতীয় দ্রব্য তার বাসভবনের তৃতীয়তলার ডাইনিং রুম ও রান্নাঘর-সংলগ্ন উত্তর প্রান্তের শয়নকক্ষের দরজার সামনে রেখে বিস্ম্ফোরণ ঘটিয়েছে। পৌর নির্বাচনের বিরোধী পক্ষই এ ঘটনার সঙ্গে জড়িত বলে তার ধারণা।

নিউজটি শেয়ার করুন .. ..             

   ‘‘আমাদের বিক্রমপুর-আমাদের খবর।

আমাদের সাথেই থাকুন-বিক্রমপুর আপনার সাথেই থাকবে!’’

একটি উত্তর দিন

দয়া করে আপনার কমেন্টস লিখুন
দয়া করে আপনার নাম লিখুন