শ্রীনগরে কেসি রোডের দুই পাশের বিলবোর্ড উচ্ছেদ

0
2
শ্রীনগরে কেসি রোডের দুই পাশের বিলবোর্ড উচ্ছেদ

প্রকাশিত : বুধবার, ২০ নভেম্বর, ২০২৪, খ্রিষ্টাব্দ।। ৫ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ(শরৎকাল)।। ১৭ জমাদিউল-আউয়াল, ১৪৪৬ হিজরী।

বিক্রমপুর খবর : শ্রীনগর প্রতিনিধি : শ্রীনগর উপজেলার কেসি রোডের দুই পাশ থেকে অবৈধভাবে গড়ে উঠা হাউজিং কোম্পানীর বিলবোর্ড উচ্ছেদ করা হয়েছে। তবে অজ্ঞাত কারণে এই রাস্তার পাশের সবচেয়ে বড় অবৈধ হাউজিং কোম্পানী ভাইয়া গ্রুপের বীরতারা সিটির সাইনবোর্ডে রয়ে গেছে। একটি সূত্র জানায়, কেসি রোডের শাখা রাস্তায় অবস্থিত বিএনআর হাউজিং কোম্পানীর সাইনবোর্ডও ভাঙ্গা হয়নি।

জানা গেছে, গত সোমবার সকালে কেসি রোডের দক্ষিণাংশে অবস্থিত কৃষি জমির ওপর গোল্ড সিটির ভড়াটের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করে স্থানীয় কৃষক পরিবার ও এলাকাবাসী। এতে সংশ্লিষ্ট প্রশাসন নড়েচড়ে বসে। ওই দিন বিকালেই শ্রীনগর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো. জোবায়ের হাবিব উপস্থিত থেকে গোল্ড সিটির সাইনবোর্ড ভেঙে দেন ও ভরাট কাজে সংযোগকৃত বেশ কয়েকটি অবৈধ ড্রেজার উচ্ছেদ করে। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার দিনব্যাপী অভিযানের অংশ হিসাবে কেসি রোডের রয়েল সিটি, প্রিমিয়াম সিটি, কৃষ্ণচূড়া, এক্সপ্রেসওয়ের পাশের পুস্পধারা স্যাটেলাইট সিটিসহ বেশ কয়েকটি হাউজিং কোম্পানীর সাইনবোর্ড ভেঙে দেয়। কিন্তু অজ্ঞাত কারণে এই রাস্তার পাশের সবচেয়ে বড় অবৈধ হাউজিং কোম্পানী বীরতারা সিটির কোনো সাইনবোর্ডে হাত দেয়নি।

এই বিষয়ে ষোলঘর ভূমি অফিসের দায়িত্বপ্রাপ্ত উপ-সহকারী কর্মকর্তা মো. আসাদুজ্জামান বলেন, ইউএনও স্যার এই উপজেলায় যোগদানের পর সকল হাউজিং কোম্পানীকে কাগজপত্র জমা দিতে বলা হয়। যারা কোন কাগজপত্র জমা দেয়নি তাদের সাইনবোর্ড ভেঙে দেয়া হয়েছে বলে শুনেছি।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. জুবায়ের হাবিব বলেন, বীরতারা সিটি কি আমাদের মধ্যে পড়েছে? আমার চোখে তা পরেনি। তাছাড়া যে সকল কোম্পানী প্রক্রিয়ার মধ্যে রয়েছে তাদেরকে বাদ দিয়েছি।

শ্রীনগর উপজেলা নির্বাহী অফিসার মো. মহিন উদ্দিন বলেন, পর্যায়ক্রমে সকল অবৈধ হাউজিং কোম্পানীর সাইনবোর্ড, বিলবোর্ড উচ্ছেদ করা হবে।

(বিজ্ঞাপন)  https://www.facebook.com/3square1

নিউজটি শেয়ার করুন .. ..             

 ‘‘আমাদের বিক্রমপুরআমাদের খবর।

আমাদের সাথেই থাকুনবিক্রমপুর আপনার সাথেই থাকবে!’’

Login করুন : https://www.bikrampurkhobor.com

আমাদের পেইজ লাইক দিন শেয়ার করুন।       

জাস্ট এখানে ক্লিক করুন। https://www.facebook.com/BikrampurKhobor

একটি উত্তর দিন

দয়া করে আপনার কমেন্টস লিখুন
দয়া করে আপনার নাম লিখুন