মুন্সীগঞ্জ ডিবি পুলিশের অভিযানে ৪টি মোটরসাইকেল, ২০ পিস ইয়াবাসহ আটক ৫

0
18
মুন্সীগঞ্জ ডিবি পুলিশের অভিযানে ৪টি মোটরসাইকেল, ২০ পিস ইয়াবাসহ আটক ৫

প্রকাশিত: শুক্রবার,১৫ জানুয়ারি ২০২১ইং।। ১লা মাঘ ১৪২৭ বঙ্গাব্দ(শীতকাল)।।৩০শে জমাদিউল-আউয়াল,১৪৪২হিজরী

বিক্রমপুর খবর : মুন্সীগঞ্জ প্রতিনিধি : মুন্সীগঞ্জ থানা, টঙ্গীবাড়ী থানা এবং বিভিন্ন থানায় অভিযান পরিচালনা করে মোট ৪টি মোটরসাইকেল এবং ২০ পিস ইয়াবাসহ ৫ জন আসামীকে গ্রেফতার করতে সক্ষম হয় মুন্সীগঞ্জ ডিবি পুলিশ। ডিবি পুলিশ সূত্রে জানা যায়, গত সোমবার রাতে মুন্সীগঞ্জ সদর থানার মাকহাটি পশ্চিমপাড়া দেওয়ানকান্দি এলাকায় অভিযান চালিয়ে আলামিন বেপারিকে (২১) আটক করা হয়। তার পিতার নাম মৃত আবু তালেব বেপারী। সে টঙ্গীবাড়ি উপজেলার পুরা বাজার (শিবির) এলাকার বাসিন্দা। তাকে ২টি চোরাই মোটরসাইকেলসহ আটক করে। তার বিরুদ্ধে মুন্সীগঞ্জ সদর থানায় মামলা রুজু করা হয়েছে। অপর অভিযানে গত সোমবার রাতে মুন্সীগঞ্জ সদর থানাধীন রামপাল কালিন্দীপাড়া এলাকায় অভিযান চালিয়ে অনিক শেখকে (২৪) আটক করা হয়। তার পিতার নাম হাসু শেখ। সে টঙ্গীবাড়ি উপজেলার রাউথবুক এলাকার বাসিন্দা। এ ঘটনায় মোঃ আরিফুর রহমান যুবরাজ (২৪) কে আটক করা হয়। তার পিতার নাম আব্দুল কুদ্দুস শিকদার। সে সদর উপজেলার রামপাল কালিন্দীপাড়া এলাকার বাসিন্দা। এছাড়াও মোহাম্মদ রাজন মোল্লা (২০) কে আটক করা হয়। তার পিতার নাম আনোয়ার হোসেন মোল্লা। সে মাদারীপুর এলাকার বাসিন্দা হলেও বর্তমানে সে সিপাহীপাড়া ফরহাদ হোসেনের বাড়ির ভাড়াটিয়া। তাদের হেফাজত থেকে আরো ২টি ফেজার চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয়। তাদের প্রত্যেকের বিরুদ্ধে মুন্সীগঞ্জ সদর থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে। ডিবি পুলিশের ওপর অভিযানে মুন্সীগঞ্জ সদর থানাধীন কদমতলী এলাকায় জনৈক জাহাঙ্গীর হাওলাদার বাড়ির সামনে থেকে আসামী রুবেল হাওলাদারকে আটক করা হয়। তার কাছ থেকে ২০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। এ নিয়ে মুন্সীগঞ্জ ডিবি পুলিশ গত ২৪ ঘণ্টায় মোট ৫ জন আসামী গ্রেপ্তার করে এবং চারটি মোটরসাইকেল এবং ২০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করতে সক্ষম হয়। আসামিদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। আসামী রুবেলের বিরুদ্ধে হত্যা মামলাসহ একাধিক মামলা আছে। আসামী অনিক ও আলামিনের বিরুদ্ধে একাধিক মামলা আছে। তারা সংঘবদ্ধ মোটরসাইকেল চোরদলের সদস্য।

নিউজটি শেয়ার করুন .. ..            

   ‘‘আমাদের বিক্রমপুরআমাদের খবর

আমাদের সাথেই থাকুনবিক্রমপুর আপনার সাথেই থাকবে!’’

Login করুন : https://www.bikrampurkhobor.com

আমাদের পেইজ লাইক দিন শেয়ার করুন

     জাস্ট এখানে ক্লিক করুন। https://www.facebook.com/BikrampurKhobor

একটি উত্তর দিন

দয়া করে আপনার কমেন্টস লিখুন
দয়া করে আপনার নাম লিখুন