শেখ মুজিব গণমানুষের নেতা ॥ রাজাপাকসে

0
5
শেখ মুজিব গণমানুষের নেতা ॥ রাজাপাকসে

প্রকাশিত: শনিবার, ২০মার্চ ২০২১ইং।। ৬ই চৈত্র  ১৪২৭ বঙ্গাব্দ (বসন্তকাল)।। ৬ শা’বান ১৪৪২হিজরী

বিক্রমপুর খবর : অনলাইন ডেস্ক : শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপাকসে বাংলাদেশের প্রতিষ্ঠাতা শেখ মুজিবুর রহমানকে একজন গণমানুষের নেতা হিসেবে আখ্যায়িত করে বলেছেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সারাজীবন বাংলাদেশের মানুষের জন্য আন্দোলন সংগ্রাম করেছেন। বাঙালীদের জন্য একটি স্বাধীন দেশ প্রতিষ্ঠায় তিনি তার জীবন উৎসর্গ করেছেন। তার যোগ্য নেতৃত্বেই পৃথিবীর বুকে বাংলাদেশ নামক একটি স্বাধীন দেশের জন্ম হয়েছে। কিন্তু দুঃখজনক হলো, স্বাধীন দেশে তার অবস্থান দীর্ঘস্থায়ী হয়নি। ১৯৭৫ সালে বাঙালী জাতি একজন মহান বীরকে হারায়।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী এবং স্বাধীনতার সুবর্ণজয়ন্তী অনুষ্ঠানে বক্তৃতা দিতে গিয়ে তিনি আরও বলেন, এমন বিপর্যয় সত্ত্বেও বাংলাদেশ অসম্ভব ক্ষিপ্রতায় এগিয়ে যাচ্ছে। এটা সম্ভব হচ্ছে বঙ্গবন্ধুর মতো মহান নেতার দিক-নির্দেশনার কারণে। বঙ্গবন্ধুর দেখানো পথেই বাংলাদেশ তার লক্ষ্যে এগিয়ে যাচ্ছে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শেই বাংলাদেশকে সমৃদ্ধ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

জাতীয় প্যারেড স্কয়ারে স্বাধীনতার ‘মুজিব চিরন্তন’ অনুষ্ঠানে সম্মানিত অতিথির বক্তব্যে শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশের জাতির পিতার জন্মশতবার্ষিকী এবং দেশটির সুবর্ণজয়ন্তী অনুষ্ঠানে যোগ দিতে পেরে আমি নিজেকে ধন্য মনে করছি। এই ঐতিহাসিক অনুষ্ঠানে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য আমি বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাচ্ছি। বিমানবন্দরে যে উষ্ণ অভ্যর্থনা ও গার্ড অব অনার পেয়েছি, বাংলাদেশ যে আতিথেয়তা দিয়েছে তার জন্য আমি ‘সম্মানিত’ বোধ করছি।

শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে বাংলাদেশ স্বাধীনতা লাভ করে। তিনি বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে আজীবন লড়াই করেছিলেন। তার নেতৃত্বেই ১৯৭১ সালে বাংলাদেশ স্বাধীনতা অর্জন করে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শেই বাংলাদেশকে সমৃদ্ধ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

মাহিন্দা রাজাপাকসে বলেন, বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ অনুসরণ করেই বাংলাদেশকে সমৃদ্ধ করেছেন। বাংলাদেশকে এগিয়ে নিতে, বাংলাদেশকে সুখী ও দারিদ্র্যমুক্ত করতে তিনি ব্যাপক ভূমিকা রাখছেন।

শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী আরও বলেন, বাংলার এই অঞ্চলের সঙ্গে শ্রীলঙ্কার ঐতিহাসিক সম্পর্ক রয়েছে। বিশেষ করে সমুদ্রপথে দুই অঞ্চলের মধ্যে বাণিজ্যিক রুট ছিল। সেই ঐহিতাসিক সম্পর্ককে আমরা আরও শক্তিশালী করতে চাই।

তিনি দুইদেশের বাণিজ্যিক ও অর্থনৈতিক সম্পর্ক বাড়াতে জোর দেন। তিনি বলেন, বাংলাদেশের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদার করতে আমি ঢাকায় এসেছি। আমরা দুইদেশ একসঙ্গে কাজ করতে চাই, যাতে দুইদেশই লাভবান হয়, সে জন্য দ্বিপক্ষীয় সম্পর্ক আরও শক্তিশালী করতে আমি বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার সরকারের সঙ্গে কাজ করতে চাই।

নিউজটি শেয়ার করুন .. ..             

   ‘‘আমাদের বিক্রমপুরআমাদের খবর

আমাদের সাথেই থাকুনবিক্রমপুর আপনার সাথেই থাকবে!’’

Login করুন : https://www.bikrampurkhobor.com

আমাদের পেইজ লাইক দিন শেয়ার করুন।    

একটি উত্তর দিন

দয়া করে আপনার কমেন্টস লিখুন
দয়া করে আপনার নাম লিখুন