প্রকাশিত: রোববার , ১৯ নভেম্বর ২০২৩ ইং।। ৪ অগ্রহায়ণ ১৪৩০ বঙ্গাব্দ (হেমন্ত কাল)।। ৪ জমাদিউল আউয়াল ১৪৪৫ হিজরি।।
বিক্রমপুর খবর : লৌহজং প্রতিনিধি : সড়ক দুর্ঘটনায় সাংবাদিক হাশেম শাহরিয়ারের মৃত্যু হয়েছে। রোববার (১৯ নভেম্বর) বেলা ১১টায় চাঠাতি পাড়া জামে মসজিদের ঈদগায়ে জানাজা শেষে তাকে চাঠাতি পাড়া সামাজিক কবরস্থানে দাফন করা হয়।
এর আগে, শনিবার বিকালে মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলার ইছাপুরা এলাকায় সাংবাদিক হাশেম শাহরিয়ার তার নিজ পত্রিকার অফিসে কাজ শেষে নিজ ভাড়াটিয়া বাড়ি মুন্সিগঞ্জ শহরে ফেরার পথে ইছাপুরা বাজার এলাকায় বাসে ওঠার সময় পড়ে গিয়ে গুরুতর আহত হয়।
সিরাজদিখানের স্থানীয় সাংবাদিকরা জানান, বাসে উঠার সময় তাকে হেল্পার ধাক্কা দিয়েছে বলে হাশেম শাহরিয়ার ভাই আমাদের জানিয়েছে। এ সময় আমরা ডিএম পরিবহনের বাসটিকে আটক করলে কতিপয় যাত্রীরা বলে হাশেম ভাই হুড়োহুড়ি করে বাসে উঠতে গিয়ে পড়ে গিয়েছে। পরে আমরা তাকে উদ্ধার করে ইছাপুরা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে নিয়ে ভর্তি করি।
নিহতের স্ত্রী ও ভাতিজা রবিন বেপারী বলেন, আমরা খবর পেয়ে ইছাপুরা হাসপাতালে গিয়ে তাকে উন্নত চিকিৎসার জন্য স্যার সলিমুল্লাহ (মিটফোর্ড) হাসপাতালে নিয়ে যাই। সেখানে নিয়ে যাওয়ার পর তার বুকে অনেক ব্যাথা হচ্ছিল সে আমাদের জানায়। পরে সে রাত একটায় মৃত্যুবরণ করে।
সাংবাদিক হাশেম শাহরিয়ার আমাদের বিক্রমপুর নামে একটি মাসিক পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক ছিলেন। প্রায় ৩ যুগ ধরে ওই পত্রিকাটির প্রকাশনা ও সম্পাদনা করার দায়িত্ব পালন করে আসছিলেন তিনি। তার মৃত্যুতে মুন্সিগঞ্জে সাংবাদিক পরিবারে শোকের ছায়া নেমে আসে
(বিজ্ঞাপন) https://www.facebook.com/3square1
নিউজটি শেয়ার করুন .. ..
‘‘আমাদের বিক্রমপুর–আমাদের খবর।
আমাদের সাথেই থাকুন–বিক্রমপুর আপনার সাথেই থাকবে!’’
Login করুন : https://www.bikrampurkhobor.com
আমাদের পেইজ এ লাইক দিন শেয়ার করুন।
জাস্ট এখানে ক্লিক করুন। https://www.facebook.com/BikrampurKhobor
আপনার আশেপাশে সাম্প্রতিক খবর পাঠিয়ে দিন email bikrampurkhobor@gmail.com