শিমুলিয়া-বাংলাবাজার ফেরি ৩ ঘণ্টা পর চলাচল স্বাভাবিক

0
6
শিমুলিয়া-বাংলাবাজার ফেরি ৩ ঘণ্টা পর চলাচল স্বাভাবিক

প্রকাশিত: মঙ্গলবার, ১৫ ডিসেম্বর ২০২০ইং ।। ৩০শে অগ্রাহায়ণ ১৪২৭ বঙ্গাব্দ (হেমন্তকাল)। ২৯শে রবিউস-সানি,১৪৪২ হিজরী।

বিক্রমপুর খবর : লৌহজং সংবাদদাতা : ঘন কুয়াশায় পদ্মা নদীর শিমুলিয়া-বাংলাবাজার নৌরুটে ৩ ঘণ্টা বন্ধ থাকার পর সোমবার সকাল ৯টার পর ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে। নৌরুটে বর্তমানে ১৫টি ফেরি চলাচল করছে। ফেরি চলাচল শুরু হওয়ায় যাত্রী ও যানবাহন পারাপার স্বাভাবিক হয়েছে।

বিআইডব্লিউটিসির শিমুলিয়া ঘাটের মেরিন কর্মকর্তা আলী আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে নদীতে হঠাৎ কুয়াশা পড়ায় ভোর ৬টা থেকে দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল বন্ধ করে দেয় ঘাট কর্তৃপক্ষ। এতে মাঝ পদ্মায় ৪টি ফেরি ও শিমুলিয়া ঘাটে আটকা পড়ে আড়াই শতাধিক পণ্য এবং যাত্রীবাহী যানবাহন।

বিআইডাব্লিউটিসি সূত্রে জানা যায়, শিমুলিয়া-বাংলাবাজার নৌরুটের ফেরি বহরে মোট ১৭টি ফেরির মধ্যে ২টির ইঞ্জিন মেরামতের কাজ চলছে। বাকি ১৫টি ফেরির মধ্যে ১৩টি ফেরির ফগলাইট থাকলেও ১২টির নেই। যেসব ফেরির ফগলাইট আছে সেগুলোরও অকেজো অবস্থা। এতে বর্তমানে শীত মৌসুমে নৌরুটটিতে প্রায়ই ব্যাহত হচ্ছে ফেরি চলাচল

নিউজটি শেয়ার করুন .. ..                    

‘‘আমাদের বিক্রমপুরআমাদের খবর

আমাদের সাথেই থাকুনবিক্রমপুর আপনার সাথেই থাকবে!’’

একটি উত্তর দিন

দয়া করে আপনার কমেন্টস লিখুন
দয়া করে আপনার নাম লিখুন