শিমুলিয়া ঘাটে ঘরমুখো মানুষের বাড়তি চাপ

0
11
শিমুলিয়া ঘাটে ঘরমুখো মানুষের বাড়তি চাপ

প্রকাশিত:মঙ্গলবার ০৪ জুন ২০১৯।২১জ্যৈষ্ঠ ১৪২৬ বঙ্গাব্দ। ২৯ রমজান ১৪৪০ হিজরি।

বিক্রমপুর খবর:নিজস্ব প্রতিনিধি মাওয়া: মঙ্গলবার (৪ জুন) ভোর থেকেই ঈদে ঘরমুখো যাত্রীদের চাপ বেড়েছে দক্ষিণবঙ্গের ২১ জেলার প্রবেশদ্বার শিমুলিয়া-কাঁঠালবাড়ি নৌপথে। মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার শিমুলিয়া ঘাটে ছোট-বড় আট শতাধিক যানবাহন ফেরি পারাপারের অপেক্ষায় ছিল।

এ ব্যাপারে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) শিমুলিয়া ঘাটের ব্যবস্থাপক (বাণিজ্য) আব্দুল আলিম বলেন, ঈদ উপলক্ষে তিনটি রো রো ফেরিসহ মোট ১৮টি ফেরি যানবাহন ও যাত্রী পারাপার করছে।

তিনি আরো বলেন,আজ  ভোর থেকেই ঘাটে ঈদে ঘরমুখো যাত্রীদের চাপ বেড়েছে। ফেরিগুলো যানবাহন ও যাত্রী পারাপারে নিয়মতান্ত্রিকভাবে চলাচল করছে। এখন পর্যন্ত ঘরমুখো যাত্রীদের নিয়ে সহস্রাধিক যানবাহন ফেরি পার হয়েছে।

যানবাহনের মধ্যে প্রাইভেটকার ও মাইক্রোবাসের সংখ্যা বেশি বলে জানায় ঘাট কর্তৃপক্ষ। ফেরি ছাড়াও ৮৭টি যাত্রীবাহী লঞ্চ ও পাঁচ শতাধিক স্পিডবোট এ নৌপথে যাত্রী পারাপার করছে।

উল্লেখ্য, চাঁদ দেখা সাপেক্ষে আগামীকাল বুধবার (৫ জুন) সারা দেশে ঈদ উদযাপিত হতে পারে।

একটি উত্তর দিন

দয়া করে আপনার কমেন্টস লিখুন
দয়া করে আপনার নাম লিখুন