প্রকাশিত :রবিবার,১৮ অক্টোবর ২০২০ইং ।। ২রা কার্তিক ১৪২৭ বঙ্গাব্দ (হেমন্তকাল)
বিক্রমপুর খবর : অফিস ডেস্ক : অভিযান চালিয়ে ৩৮ জন জেলেকে আটক করা হয়েছে। একইদিন দুপুরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এর মধ্যে ৩২ জন জেলেকে এক মাস করে বিনাশ্রম কারাদণ্ড ও ছয়জনকে ২৬ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
শনিবার দুপুরে এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট বিকাশ চন্দ্র বর্মণ ও ইলিয়াস শিকদার।
ম্যাজিস্ট্রেট ইলিয়াস শিকদার জানান, পদ্মানদীতে অভিযান চালিয়ে ৩৮ জন জেলেকে আটক করা হয়। এর মধ্যে ৩২ জন জেলেকে এক মাস করে বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে। এছাড়া বয়স ও শারীরিক বিষয় বিবেচনা করে ছয়জনকে ২৬ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
অভিযানে দুই লাখ মিটার কারেন্ট জাল ও পাঁচটি ইলিশ মাছ জব্দ করা হয়েছে।
নিউজটি শেয়ার করুন .. ..
‘‘আমাদের বিক্রমপুর–আমাদের খবর।
আমাদের সাথেই থাকুন–বিক্রমপুর আপনার সাথেই থাকবে!’’