মুন্সীগঞ্জে সাড়ে ৫ কোটি মিটার কারেন্ট জাল ধ্বংস

0
8
মুন্সীগঞ্জে সাড়ে ৫ কোটি মিটার কারেন্ট জাল ধ্বংস

প্রকাশিত:শুক্রবার,২৩ অক্টোবর ২০২০ইং ।। ৭ই কার্তিক ১৪২৭ বঙ্গাব্দ (হেমন্তকাল)।। ৫ই রবিউল আউয়াল,১৪৪২ হিজরী
বিক্রমপুর খবর : অনলাইন ডেস্ক : মুন্সীগঞ্জে নৌপুলিশের অভিযানে ৫ কোটি ৪০ লক্ষ ৬০ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল জব্দের পর পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। এসব জালের মূল্য প্রায় ১১ কোটি টাকা। মুক্তারপুর নৌ পুলিশ সূত্রে জানা যায়, বুধবার সকাল ৬ টা থেকে দুপুর পর্যন্ত মুন্সীগঞ্জ সদর উপজেলার পঞ্চসার ইউনিয়নের গোসাইবাগ ও দশকানি এলাকায় অভিযান পরিচালনা করা হয়।

এসময় স্থানীয় বিভিন্ন জালের কারখানা ও বাড়ি থেকে এসব অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয়। পরে বিকালে কিছু অবৈধ কারেন্ট জাল আলামত হিসেবে রেখে বাকি জাল মিরকাদিম নৌ পুলিশ লাইন্স মাঠে উর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।

নৌ পুলিশ সুপার (নারায়গঞ্জ অঞ্চল) মীনা মাহমুদা এর নেতৃত্বে অভিযানে অংশ অতিরিক্ত পুলিশ সুপার (নৌপুলিশ ঢাকা অঞ্চল) মোঃ আবুল কালাম আজাদ, মুক্তারপুর নৌ পুলিশ ফাড়ির ইনচার্জ মোঃ কবীর হোসেন খাঁন সহ সঙ্গীয় ফোর্স।

নিউজটি শেয়ার করুন .. ..

‘‘আমাদের বিক্রমপুর-আমাদের খবর।
আমাদের সাথেই থাকুন-বিক্রমপুর আপনার সাথেই থাকবে!’’

একটি উত্তর দিন

দয়া করে আপনার কমেন্টস লিখুন
দয়া করে আপনার নাম লিখুন