প্রকাশিত: বৃহস্পতিবার,১৬ ডিসেম্বর ২০২১ইং।। ২রা পৌষ ১৪২৮ বঙ্গাব্দ (শীতকাল)।। ১১ জামাদিউল আউয়াল ১৪৪৩ হিজরী।।
বিক্রমপুর খবর : লৌহজং সংবাদদাতা : মুন্সীগঞ্জের লৌহজংয়ে মহান বিজয় দিবস ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী জাকজমকভাবে পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে প্রত্যুষে ৫০ বার তোপধ্বনি, বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ, সকল সরকারি-বেসরকারি, আধা সরকারি এবং স্বায়ত্বশাসিত ভবনে জাতীয় পতাকা উত্তোলন, উপজেলা পরিষদের মাঠে পুলিশ, আনসার-ভিডিপি, বিএনসিসি, স্কাউট, গার্লস গাইড, স্কুল-কলেজের শিক্ষার্থী ও শিশু-কিশোরদের অংশগ্রহণে কুচকাওয়াজ ও শরীরচর্চা প্রদর্শনী, শিশুদের রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা, নারীদের ক্রীড়া অনুষ্ঠান, উপজেলা পরিষদ মিলনায়তনে শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান ও বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান ও আলোচনা সভা, বিভিন্ন উপাসনালয়, হাসপাতাল, এতিমখানা ও থানা হাজতখানায় উন্নতমানের খাবার পরিবেশন, উপজেলা প্রশাসন বনাম মুক্তিযোদ্ধা সুধী একাদশের মধ্যে
প্রীতি ফুটবল প্রতিযোগিতা, প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক মুজিববর্ষের শপথ বাক্য পাঠ, বড়ো পর্দায় মুক্তিযুদ্ধ ভিত্তিক চলচ্চিত্র প্রদর্শনী ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে।
শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান ও বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান ও আলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আব্দুল আউয়ালের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মুন্সীগঞ্জ-২ আসনের সংসদ সদস্য সাগুফতা ইয়াসমিন এমিলি। #
নিউজটি শেয়ার করুন .. ..
(বিজ্ঞাপন) https://www.facebook.com/3square1
‘‘আমাদের বিক্রমপুর-আমাদের খবর।
আমাদের সাথেই থাকুন-বিক্রমপুর আপনার সাথেই থাকবে!’’