প্রকাশিত: শনিবার ২৩ অক্টোবর ২০২১ইং।। ৮ই কার্তিক ১৪২৮বঙ্গাব্দ(হেমন্তকাল)।। ১৫ই রবিউল আউয়াল ১৪৪৩ হিজরী।।
বিক্রমপুর খবর : অফিস ডেস্ক : আজ ২২শে অক্টোবর লৌহজংয়ে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত হয়েছে। আজ সকাল সাড়ে ১০ টায় নিসচার লৌহজং উপজেলা শাখা কমিটির উদ্যোগে মানববন্ধন ও বর্ণাঢ্য র্যালীর আয়োজন করে। মানববন্ধন ও র্যালীটির নেতৃত্ব দেন লৌহজং উপজেলা শাখা কমিটির সভাপতি মোঃ কাইয়ুম খান। সভাপতি কাইয়ুম খান বলেন, একটি দুর্ঘটনায় আপনার-আমার পরিবারে অনেক ক্ষতি হয়ে যেতে পারে। তাই সকলে রাস্তায় চলাচল করার সময়, সড়ক আইন মেনে চলি। যেখানে সেখানে দিয়ে রাস্তা পারাপার হবেন না। পারাপারের জন্য জেব্রা ক্রসিং ব্যবহার করুন। পরিবহনের চালক ভাইদেরকে জানানাে যাচ্ছে, আপনারা যেখানে সেখানে গাড়ি থামাবেন না। আপনাদের নির্দিষ্ট জায়গায় বাস স্টপিস আছে। সেখানে যাত্রীদেরকে উঠানামা করাবেন। অটো-রিক্সা ভাইদেরকে জানানাে যাচ্ছে, আপনারা সেই মােতাবেক সড়ক আইন মেনে গাড়ি চালাবেন। হঠাৎ করে যেখানে সেখানে থামিয়ে দিবেন না। যাত্রী উঠানামার সময়, ভালাে করে গাড়ি সাইট করে যাত্রী উঠানামা করবেন। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় কে মাথায় রাখার জন্য বলেন, কোন রাস্তায় মােছর মধ্যে গাড়ি থামিয়ে রাখবেন না। এতে করে মােড়র মধ্যে যানজট খুব বেশি হয়। এ বিষয় গুলাে খেয়াল করে আপনার দূরত্ব বজায়ে রেখে গাড়ি রাখবেন। তাতে সকলের জন্যই সুবিধা হবে। সকল চালক ভাইদেরকে জানানাে যাচ্ছে যে, আপনাদের সহযােগিতার জন্য আমরা সব সময় আপনাদের পাশে আছি এবং থাকবাে। আপনারা সড়কের আইন মেনে চলবেন। এটা সকল নাগরিকের কর্তব্য।
নিউজটি শেয়ার করুন .. ..
(বিজ্ঞাপন) https://www.facebook.com/3square1
‘‘আমাদের বিক্রমপুর-আমাদের খবর।
আমাদের সাথেই থাকুন-বিক্রমপুর আপনার সাথেই থাকবে!’’
Login করুন : https://www.bikrampurkhobor.com