প্রকাশিত : শুক্রবার ২১মার্চ, ২০২৫খ্রিষ্টাব্দ।। ৭ই চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ (বসন্ত কাল)।। ২০ রমজান, ১৪৪৬ হিজরী।
বিক্রমপুর খবর : লৌহজং প্রতিনিধি : মুন্সীগঞ্জ জেলার লৌহজংয়ের হলদিয়া ইউনিয়নের গোয়ালিমান্দ্রা এলাকায় ১৮ মাদক ব্যবসায়ীকে আটক করেছে যৌথ বাহিনীর সদস্যরা। পুলিশ ও উপজেলা প্রশাষন জানায় বৃহস্পতিবার ভোর রাত ৪টা থেকে সকাল ৮টা পর্যন্ত গোয়ালিমান্দ্রা এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালিত হয়। এ সময়ে ১৮ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়। এ সময়ে উদ্ধার করা হয়েছে ৭৩০ পিস ইয়াবা, ২০ গ্রাম হেরোইন, ৪ গ্রাম আইস, ১০০ গ্রাম গাঁজাসহ নগদ টাকা ও স্বর্ণালংকার। যৌথ বাহিনীর অভিযানে লৌহজং উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নেছার উদ্দিনের নেতৃত্বে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল-ইমরানসহ বাংলাদেশ সেনাবাহিনী, র্যাব, লৌহজং থানা, পদ্মা উত্তর থানা, জেলা গোয়েন্দা পুলিশ ও ব্যাটালিয়ন আনসার সদস্যরা। লৌহজং থানার ওসি হারুন অর রশিদ জানান, আটককৃতদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
নিউজটি শেয়ার করুন .. ..
‘‘আমাদের বিক্রমপুর– আমাদের খবর।
আমাদের সাথেই থাকুন– বিক্রমপুর আপনার সাথেই থাকবে!’’
Login করুন : https://www.bikrampurkhobor.com
আমাদের পেইজ এ লাইক দিন শেয়ার করুন।
জাস্ট এখানে ক্লিক করুন। https://www.facebook.com/BikrampurKhobor
email – bikrampurkhobor@gmail.com