প্রকাশিত : শুক্রবার ২১মার্চ, ২০২৫খ্রিষ্টাব্দ।। ৭ই চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ (বসন্ত কাল)।। ২০ রমজান, ১৪৪৬ হিজরী।
বিক্রমপুর খবর :অনলাইন ডেস্ক : পবিত্র রমজান মাসের তৃতীয় শুক্রবারেও আল আকসা মসজিদে নামাজের জন্য ফিলিস্তিনিদের প্রবেশাধিকারের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে ইসরাইল।
উত্তর পশ্চিম তীরের আল-ইয়ামনের ইব্রাহিম আওয়াদ আনাদোলু এজেন্সি (এএ) কে বলেন, ‘আমি চেকপয়েন্টে পৌঁছেছিলাম। সেখানে আমার পরিচয়পত্র পরীক্ষা করার পরে, কোনও ব্যাখ্যা ছাড়াই আমাকে প্রবেশে বাধা দেওয়া হয়। ’
আওয়াদ বলেন, ‘আমি চলে যাওয়ার পর, আমার ফোনে একটি ম্যাসেজ পেয়েছি যাতে বলা হয়েছে, সোশ্যাল মিডিয়ায় ‘উস্কানির’ কারণে আমাকে জেরুজালেমে প্রবেশে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। ’
তিনি বলেছেন, ‘দখলদাররা কণ্ঠস্বর বন্ধ করে দিতে চায়। তারা চায় না যে আমরা ভুক্তভোগীদের প্রতি সহানুভূতিশীল হই এবং জেরুজালেমে পৌঁছাই। ’
অনুমতি থাকা সত্ত্বেও প্রবেশে বাধা দেওয়ায় ৬৭ বছর বয়সি ইসমাইল আবদুল্লাহ হতাশা প্রকাশ করেছেন। তিনি বলেন, ‘আমি এমন পরিস্থিতি কখনও দেখিনি। এটা একটা ভয়াবহ পরিস্থিতি… আমরা কী বলব? ইসরাইলিরা ফিলিস্তিনে কাউকে চায় না, জেরুজালেমেও না, অন্য কোথাওও না। ’
রামাল্লা জেলার বেইত উর আল-তাহতা শহরের আরেক বৃদ্ধ সাদিক মোহাম্মদ বলেন, ‘আমার বয়সেও তারা আমাকে জেরুজালেমে প্রবেশাধিকার এবং আল-আকসায় নামাজ পড়তে বাধা দেয়, দাবি করে যে, আমার নামাজের অনুমতি নেই। ’
গত ৬ মার্চ ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু রমজান মাসে শুক্রবারে আল-আকসা মসজিদে ফিলিস্তিনি মুসল্লিদের প্রবেশাধিকারের ওপর কঠোর বিধিনিষেধ আরোপ করে।
নতুন বিধিনিষেধের অধীনে, শুধুমাত্র ৫৫ বছরের বেশি বয়সি পুরুষ, ৫০ বছরের বেশি বয়সি নারী এবং ১২ বছরের কম বয়সি শিশুরা আল-আকসা মসজিদে প্রবেশ করতে পারবে।
তবে, প্রবেশাধিকার পূর্ববর্তী নিরাপত্তা ছাড়পত্র এবং নির্ধারিত চেকপয়েন্টে পুঙ্খানুপুঙ্খ নিরাপত্তা তল্লাশির ওপর নির্ভর করবে।
নিউজটি শেয়ার করুন .. ..
‘‘আমাদের বিক্রমপুর– আমাদের খবর।
আমাদের সাথেই থাকুন– বিক্রমপুর আপনার সাথেই থাকবে!’’
Login করুন : https://www.bikrampurkhobor.com
আমাদের পেইজ এ লাইক দিন শেয়ার করুন।
জাস্ট এখানে ক্লিক করুন। https://www.facebook.com/BikrampurKhobor
email – bikrampurkhobor@gmail.com