মুন্সীগঞ্জে নৌ পুলিশের অভিযানে প্রায় তিন কোটি মিটার কারেন্ট জাল জব্দ

0
9
মুন্সীগঞ্জে নৌ পুলিশের অভিযানে প্রায় তিন কোটি মিটার কারেন্ট জাল জব্দ

প্রকাশিত: বুধবার, ২৮ এপ্রিল ২০২১ইং।। ১৫ই বৈশাখ ১৪২৮ বঙ্গাব্দ(গ্রীস্মকাল)১৫ রমজান ১৪৪২ হিজরী

বিক্রমপুর খবর : মুন্সীগঞ্জ প্রতিনিধি : মুন্সীগঞ্জ জেলার সদর থানা এলাকায় অভিযান চালিয়ে প্রায় তিন কোটি মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করেছে নারায়ণগঞ্জ অঞ্চলের মুক্তারপুর নৌ পুলিশ ফাঁড়ি।

নৌ পুলিশের সদর দপ্তর থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, অবৈধ কারেন্ট জাল উদ্ধারের জন্য ২৮ এপ্রিল ২০২১ তারিখ মুন্সীগঞ্জ সদর থানাধীন দয়ালবাজার এবং বিনোদপুর এলাকায় ৩টি গুদামঘর ও ১টি কারখানায় অভিযান পরিচালনা করেন নৌ পুলিশের নারায়ণগঞ্জ অঞ্চলের পুলিশ সুপার মিনা মাহমুদ। এ সময় অভিযানে অংশগ্রহণকারী মুক্তারপুর নৌ পুলিশ ফাঁড়ি ২ কোটি ৮৫ লক্ষ মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করে। জব্দ করা কারেন্ট জালের মধ্যে ২১ হাজার পিস ববিন ছিল। জব্দকৃত কারেন্ট জালের মূল্য আনুমানিক ১৪ কোটি ২৫ লক্ষ টাকা। কারেন্ট জাল উৎপাদনে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলে জানানো হয়।

নৌ পুলিশের বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, অভিযান পরিচালনা প্রসঙ্গে নৌ পুলিশ প্রধান মোঃ আতিকুল ইসলাম বিপিএম (বার), পিপিএম (বার) বলেন, কারেন্ট জালের উৎপাদন বন্ধে ধারাবাহিক অভিযানের অংশ হিসেবে আজও নৌ পুলিশ অভিযান পরিচালনা করেছে।  দেশের মৎস্য সম্পদ রক্ষার্থে সরকার কর্তৃক নিষিদ্ধ ঘোষিত কারেন্ট জাল নির্মূল না হওয়া পর্যন্ত নৌ পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”

নিউজটি শেয়ার করুন .. ..             

   ‘‘আমাদের বিক্রমপুরআমাদের খবর

আমাদের সাথেই থাকুনবিক্রমপুর আপনার সাথেই থাকবে!’’

Login করুন : https://www.bikrampurkhobor.com

আমাদের পেইজ লাইক দিন শেয়ার করুন

একটি উত্তর দিন

দয়া করে আপনার কমেন্টস লিখুন
দয়া করে আপনার নাম লিখুন