প্রকাশিত: বৃহস্পতিবার,২২ অক্টোবর ২০২০ইং ।। ৬ই কার্তিক ১৪২৭ বঙ্গাব্দ (হেমন্তকাল)।। ৪ঠা রবিউল আউয়াল,১৪৪২ হিজরী
বিক্রমপুর খবর : টঙ্গীবাড়ি প্রতিনিধি : মুন্সীগঞ্জে জাতীয় নিরাপদ সড়ক চাই দিবস ২০২০ পালিত হয়েছে। মুজিব বর্ষের শপথ, সড়ক করবো নিরাপদ এই শ্লোগানে বৃহস্পতিবার সকাল ১০টায় মুন্সীগঞ্জ জেলা কেন্দ্রীয় শহীদ মিনারে টঙ্গীবাড়ি উপজেলা কমিটির উদ্যোগে আলোচনা সভা ও মাস্ক বিতরণ করার মাধ্যমে দিবসটি পালন করা হয়।
এতে সভায় টঙ্গীবাড়ি উপজেলা শাখার সভাপতি এম জামাল হোসেন মন্ডলের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোঃ সাইফুর রহমানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও দৈনিক মুন্সীগঞ্জ খবরের সম্পাদক এ্যাডভোকেট সোহানা তাহমিনা।
এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ জেলা সুজনের সাধারণ সম্পাদক এ্যাডভোকেট জানে-আলম প্রিন্স,বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম খান, পরিবেশবাদী সংগঠন সবুজ কুঁড়ি বাংলাদেশের সভাপতি মাহাবুব আলম জয়, টঙ্গীবাড়ি উপজেলা নিরাপদ সড়ক চাই কমিটির সাংগঠনিক সম্পাদক সেতু দেওয়ান, প্রচার সম্পাদক নূর মোহাম্মদ, কার্যকরী সদস্য মোঃ নাজমুল হাসান, মোঃ হাবিবুর রহমান সুমন, শামসুদ্দিন তুহিন আতিকুল রহমান, হুমায়ুন ঢালী মোঃ বাবুল শেখ,মো: মাসুদ প্রমুখ।
উল্লেখ্য আজ ২২ অক্টোবর ২০২০ বৃহস্পতিবার জাতীয় নিরাপদ সড়ক দিবস ও চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন পত্নী মরহুমা জাহানারা কাঞ্চনের ২৭তম মৃত্যু বার্ষিকী। নিরাপদ সড়ক চাই (নিসচা) দীর্ঘ ২৭ বছর ধরে সড়ককে নিরাপদ করার লক্ষে আন্দোলন করে আসছে। এই আন্দোলনের ধারাবাহিকতায় প্রতিবছর এই দিনটি জাতীয় নিরাপদ সড়ক দিবস হিসেবে পালিত হচ্ছে।
এবছর চতুর্থবারের মতো সরকারি উদ্যোগে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালন করা হচ্ছে। এবছর দিবসটির প্রতিপাদ্য “মুজিববর্ষের শপথ, সড়ক করবো নিরাপদ”। দিবসটি উপলক্ষে বিআরটিএ মিলনায়তনে ২২ অক্টোবর সকালে আয়োজিত ভার্চুয়াল আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা।
উল্লেখ্য যে, ২০১৭ সালের ৫ জুন মন্ত্রী সভার বৈঠকে ২২ অক্টোবরকে জাতীয় নিরাপদ সড়ক দিবস হিসেবে পালনের সিদ্ধান্ত গ্রহন ও অনুমোদন করা হয়। ফলে ২০১৭ সাল থেকে ২২ অক্টোবর জাতীয় নিরাপদ সড়ক দিবস হিসেবে সরকারি উদ্যোগে জাতীয়ভাবে পালন করা হচ্ছে।
জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলেক্ষ্য সারাদেশে নিসচার শাখা সংগঠনের আয়োজনে চলছে মাসব্যাপী নানা সচেতনতা মুলক কর্মসূচি। আজ সারাদেশে সরকারি কর্মসূচির পাশাপাশি নিসচা শাখারগুলোও পালন করবে সচেতন মুলক বিভিন্ন কার্যক্রম।
নিউজটি শেয়ার করুন .. ..
‘‘আমাদের বিক্রমপুর-আমাদের খবর।
আমাদের সাথেই থাকুন-বিক্রমপুর আপনার সাথেই থাকবে!’’
Login করুন : https://www.bikrampurkhobor.com
আমাদের পেইজ এ লাইক দিন শেয়ার করুন।