মুন্সীগঞ্জে করোনা শনাক্ত ২৯ জন, জেলায় মোট দুই হাজার ২০৬ জন

0
11
মুন্সীগঞ্জে করোনা শনাক্ত ২৯ জন, জেলায় মোট দুই হাজার ২০৬ জন

প্রকাশিত : শুক্রবার,৩ জুলাই ২০২০ইং ।। ১৯ই আষাঢ় ১৪২৭ বঙ্গাব্দ ।।

বিক্রমপুর খবর : মুন্সীগঞ্জ প্রতিনিধি : মুন্সীগঞ্জে শুক্রবার নতুন আরও ২৯ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট ২২০৬ জনের করোনা শনাক্ত হলো। শুক্রবার নতুন আরও ৫৮ জন সুস্থ হয়ে জেলায় করোনা জয়ীর সংখ্যা দাঁড়িয়েছে ৮৪১। এছাড়াও গত ২৪ ঘন্টায় শ্রীনগর উপজেলায় নতুন করে ১ জনের মৃত্যু হয়েছে। জেলায় মোট মারা গেছেন ৫২ জন।

সিভিল সার্জন ডা. আবুল কালাম আজাদ সভ্যতার আলোকে জানিয়েছেন শুক্রবার নতুন শনাক্ত ২৯ জনের মধ্যে

সদর উপজেলায় ১০ জন,

সিরাজদিখান উপজেলায় ৪ জন,

টঙ্গীবাড়ি উপজেলায় ৬ জন,

লৌহজং উপজেলায় ৪ জন এবং

গজারিয়া উপজেলায় ৫ জন করোনা শনাক্ত হয়েছে।

শ্রীনগর উপজেলায় নতুন করে কেউ আক্রান্ত নেই।

গত ১ ও ২ ই জুলাই তারিখের ১৫৫ টি রিপোর্ট এসেছে এর মধ্যে ২৯ জন করোন ভাইরাসে আক্রান্ত হয়েছেন। তিনি আরও জানান, জেলায় ১০৭২৯ টি নমুনা পরীক্ষার জন্য ঢাকায় পাঠানো হয়েছে এর মধ্যে রিপোর্ট এসেছে ১০৪১৬ টি।

নিউজটি শেয়ার করুন .. ..  

একটি উত্তর দিন

দয়া করে আপনার কমেন্টস লিখুন
দয়া করে আপনার নাম লিখুন