প্রকাশিত : বুধবার, ২২ এপ্রিল ২০২০ ইং ।। ৯ বৈশাখ ১৪২৭ বঙ্গাব্দ। ২৭ শাবান ১৪৪১
বিক্রমপুর খবর : মুন্সীগঞ্জ প্রতিনিধি : মুন্সীগঞ্জ পল্লী বিদ্যুত সমিতির জিএম এ এইচ এম মোবারক উল্লাহ (৫৬) এর করোনা শনাক্ত হয়েছে। রবিবার সংগ্রহ করা তাঁর সোয়াব পরীক্ষার জন্য সোমবার আইইডিসিআর এ প্রেরণ করা হয়েছিল । বুধবার তাঁর রিপোর্ট পজেটিভ এসেছে। সিভিল সার্জন ডা. আবুল কালাম আজাদ জানান, এছাড়াও সিপাহিপাড়াস্থ পল্লী বিদ্যুত সমিতির সদর দফতর কম্পাউন্ডের থাকা পুরুষ কুক (৪০) ও তার মায়ের (৬৫) করোনা শনাক্ত হয়েছে । এর আগে শনিবার এই কম্পাউন্ডে থাকা লাইনম্যান খলিলুর রহমান (৫০) করোনায় মৃত্যুবরণ করেছেন। মুন্সীগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার ফারুক আহাম্মেদ বলেন, মারা যাওয়া লাইনম্যানের স্ত্রীও বেশ অসুস্থ। তিনি এবং উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাসহ একটি টিম সেখানে যাচ্ছেন। যেহেতু মুন্সীগঞ্জ পল্লী বিদ্যুত সমিতির সিপাহিপাড়া সদর দফতরের চার জনের পজেটিভ রিপোর্ট পাওয়া গেছে। তাই বিষয়টি নিয়ে জরুরি সিদ্ধান্ত নিতে হচ্ছে। যারা সনাক্তকারীদের সংস্পর্শে ছিলেন, তাদেরও কয়ারেন্টিন নিশ্চিত করা হবে। আক্রান্ততের আইসোলেশন সেন্টারে নিয়ে আসার চিন্তা ভবানা রয়েছে।
মুন্সীগঞ্জ সিভিল সার্জন ডা. আবুল কালাম আজাদ জানান, যেহেতু পল্লী বিদ্যুত সমিতি। এটি একটি জরুরি সেবা। আক্রান্তদের সুরক্ষার পাশাপাশি কিভাবে এই কম্পাউন্ডের ভেতরের কর্মকান্ডও সচল রাখা যায় সেব্যাপারেও চিন্তাভাবনা চলছে।
সমিতির জিএম এর অনুপস্থিতিতে দায়িত্ব পালন করার কথা রয়েছে সবচেয়ে সিনিয়র মুন্সীগঞ্জ সদর জোনের ডিজিএিম মো. শফিউল আলমের। তিনি বলেন, জিএম মহোদয়ই দায়িত্ব পালন করছিলেন। যেহেতু তিনি তাঁর করোনা শনাক্ত হয়েছে, তাই পরবর্তী সিদ্ধান্ত নিবেন উর্ধতন কর্তৃপক্ষ । বিষয়টি ঢাকার কেন্দ্রীয় দফতর অবহিত আছেন। তাঁদের সুচিকিৎসা, জরুরি পরিসেবা চালু এবং কর্মীদের সুরক্ষার ব্যাপারে সর্বোচ্চ চেষ্টা চলছে।
আজ বুধবার মুন্সীগঞ্জ জেলায় নতুন করে ৬ জনের করোনা শনাক্ত হয়। এর মধ্যে জেলা সদরে ৪ জন ও শ্রীনগর উপজেলায় ২ জন। জেলা সদরের নতুন আক্রান্ত ৪ জনের মধ্যে ৩ জনই হচ্ছেন জেলা পল্লী বিদ্যুতের প্রধান কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারী।
মুন্সীগঞ্জ পল্লী বিদ্যুত সমিতির জিএম এ এইচ এম মোবারক উল্লাহ সকলের কাছে দোয়া প্রার্থনা করেছেন।