নাইজেরিয়ান দুঃসাহসী শেরিকাত

0
10
নাইজেরিয়ান দুঃসাহসী শেরিকাত

প্রকাশিত : সোমবার, ২০ এপ্রিল ২০২০ ইং ।। ৭  বৈশাখ  ১৪২৭ বঙ্গাব্দ।  ২৫ শাবান ১৪৪১

বিক্রমপুর খবর :মাঈনুল ইসলাম নাসিম  ইতালি থেকে ফ্রিল্যান্স সাংবাদিক :সুদূর নাইজেরিয়া থেকে লিবিয়া হয়ে উত্তাল ভূমধ্যসাগরে জীবনের ঝুঁকি নিয়ে ৫ বছর আগে ইতালি এসেছিলেন শেরিকাত। ‘বোট পিপল’ হিসেবে তখন এদেশে এলেও এই সাহসী যুবতী আজ ইতালির দুঃসময়ে মৃত্যুকূপ লোম্বারদিয়া বিভাগের যুদ্ধক্ষেত্রে ফ্রন্টলাইনে। বাণিজ্যিক রাজধানী মিলান সিটি সেন্টারে ফামাগোস্তা রোডের একটি বৃদ্ধাশ্রমে হেলথ অপারেটর হিসেবে কর্মরত আছেন শেরিকাত। ভাইরাস সংক্রমণে ইতোমধ্যে এই বৃদ্ধাশ্রমে অনেকেই প্রাণ হারিয়েছেন।

২০১৫ সালে দক্ষিণ-পূর্ব ইতালির বন্দরনগরী তারান্তো উপকূলে ইঞ্জিন চালিত ট্রলার থেকে নামার পর আর পেছন ফিরে তাকাতে হয়নি শেরিকাতকে। পেশাদার নার্স হবার স্কুলে ভর্তি হয়ে জীবনের গন্তব্য ঠিক করে নেন তখনই। ২৬ বছর বয়সী শেরিকাত জানান,”সেফটি মাস্ক সহ পিপিই পরে প্রতিদিন আমাকে দৌঁড়াতে হয়। এই সময়টি ইতালির জন্য অত্যন্ত কঠিন সময় বিশেষ করে বয়সে যাঁরা প্রবীণ তাঁদের জন্য”।

নাইজেরিয়ান দুঃসাহসী শেরিকাত আরও জানান,“যে দেশ আমাকে আশ্রয় দিয়েছে সেই দেশের জন্য অবদান রাখতে পেরে আমি সন্তুষ্ট। কোভিড-১৯ আক্রান্ত বয়সে প্রবীণদের সেবায় কাজ করতে পেরে আমি ভালো আছি। আমি ভালোবাসি আমার কাজকে”।

শেরিকাতের প্রতি আমাদের ভালোবাসা অবিরাম।

Photo Courtesy : La Repubblica

============

একটি উত্তর দিন

দয়া করে আপনার কমেন্টস লিখুন
দয়া করে আপনার নাম লিখুন