মুজিব মানে মুক্তি

0
310
মুজিব মানে মুক্তি

নির্মলেন্দু গুণ 

প্রকাশিত : শুক্রবার, ১৪ আগস্ট ২০২০ইং ।। ৩০শে শ্রাবণ ১৪২৭ বঙ্গাব্দ ।। বিক্রমপুর খবর : অনলাইন ডেস্ক :

মুজিব মানে আর কিছু না
মুজিব মানে মুক্তি;
পিতার সাথে সন্তানের ঐ
না-লেখা প্রেম চুক্তি।

মুজিব মানে আর কিছু না
মুজিব মানে শক্তি;
গর্বিত শির বীর-বাঙালির
চিরকালের ভক্তি।

মুজিব মানে আর কিছু না
এক-যমুনা রক্ত;
মুজিব মানে সমাজতন্ত্র
আমি মুজিব ভক্ত।

নিউজটি শেয়ার করুন .. ..         

একটি উত্তর দিন

দয়া করে আপনার কমেন্টস লিখুন
দয়া করে আপনার নাম লিখুন