বিশ্বের সবচেয়ে দীর্ঘজীবী ব্যক্তি জাপানী তানাকা`র ১১৯তম জন্মদিন

0
1

প্রকাশিত: রবিবার, ২ জানুয়ারি ২০২২ইং।। ১৮ই পৌষ  ১৪২৮ বঙ্গাব্দ (শীতকাল)।।২৮ জামাদিউল আউয়াল ১৪৪৩ হিজরী।।

বিক্রমপুর খবর : অনলাইন ডেস্ক :বিশ্বের সবচেয়ে দীর্ঘজীবী ব্যক্তি জাপানী কেন তানাকা’র ১১৯তম জন্মদিন আজ।১৯০৩ সালে ২ জানুয়ারী ফুকুওকা প্রিফেকচারে জন্মগ্রহণ করেন।রবিবার দক্ষিণ-পশ্চিম জাপানে তার ১১৯তম জন্মদিন উপলক্ষে উৎসব পালন করছেন তিনি।

পরিবারের সদস্যরা আশা করছেন তিনি ১২০ সাল পর্যন্ত বেঁচে থাকাবেন ৷তানাকা ২০১৯ সালের মার্চ মাসে ১১৬ বছর বয়সে বিশ্বের সবচেয়ে দীর্ঘজীবী জীবিত ব্যক্তি হিসাবে গিনেস ওয়ার্ল্ড রেকর্ড দ্বারা স্বীকৃত হয়েছিল। তিনি ১১৭ বছর ২৬১ দিন বয়সে সর্বকালের জাপানি দীর্ঘজীবী জীবিত ব্যক্তির রেকর্ডও অর্জন করেছিল।

জানা গেছে,ফুকুওকার একটি নার্সিং হোমে বসবাস করেন তানাকা।অঙ্গভঙ্গির মাধ্যমে কর্মীদের সাথে কথা বলেন এবং প্রায়ই সংখ্যার ধাঁধা সমাধান করে নিজেকে চ্যালেঞ্জ করে। তিনি চকলেট এবং কার্বনেটেড পানীয় পছন্দ করেন।

গত সেপ্টেম্বরে ফুকুওকা গভর্নর সেতারো হাট্টোরি শতবর্ষীয় বৃদ্ধ দিবসের তানাকাকে ফুল পাঠিয়েছিলেন,তখন তিনি শান্তির চিহ্ন তৈরি করে তার আনন্দ প্রকাশ করেছিলেন।

তানাকা নয় ভাইবোনের মধ্যে সপ্তম। তিনি ১৯ বছর বয়সে বিয়ে করেছিলেন।১৯৩৭ সালে দ্বিতীয় চীন-জাপানি যুদ্ধে যখন তার স্বামী এবং বড় ছেলে যুদ্ধ করতে গিয়েছিল তখন তিনি একটি নুডল দোকান চালিয়ে তার পরিবারের সমর্থন করেছিলেন।

তানাকার ৬২বছর বয়সী নাতি ইজি বলেন,”আমি শীঘ্রই তাকে ব্যক্তিগতভাবে অভিনন্দন জানাতে চাই।আমি আশা করি তিনি সুস্থ থাকবে এবং আরও বড় হওয়ার সাথে সাথে প্রতিদিন মজা করবে।”

উল্লেখ্য,রুশো-জাপানি যুদ্ধ শুরু হওয়ার এক বছর আগে জন্মগ্রহণ করেছিলেন তানাকা।জাপানের মেইজি, তাইশো, শোভা, হেইসেই এবং বর্তমান রেইওয়া যুগ দেখছেন তিনি।১৯০৩ সালে জন্মগ্রহণকারী উল্লেখযোগ্য ব্যক্তিরা হলেন ব্রিটিশ ঔপন্যাসিক জর্জ অরওয়েল, চলচ্চিত্র পরিচালক ইয়াসুজিরো ওজু এবং জাপানি কবি মিসুজু কানেকো।

নিউজটি শেয়ার করুন .. ..     

 (বিজ্ঞাপন)  https://www.facebook.com/3square1          

   ‘‘আমাদের বিক্রমপুর-আমাদের খবর।

আমাদের সাথেই থাকুন-বিক্রমপুর আপনার সাথেই থাকবে!’’

একটি উত্তর দিন

দয়া করে আপনার কমেন্টস লিখুন
দয়া করে আপনার নাম লিখুন