বিক্রমপুরের মেয়ে টুসির ভারত বিজয়

0
32

প্রথমে কাজাকিস্তানে অনুষ্ঠিত ইউরেশিয়া চলচ্চিত্র উৎসবে সুবর্ণা সেঁজুতি টুসি পরিচালিত মীনালাপ সবচেয়ে ভালো স্বল্পদৈর্ঘ্য ছবি হিসেবে গ্র্যান্ড প্রিক্স অ্যাওয়ার্ড,পরে তাজিকিস্তান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব থেকে ক্রিটিক অ্যাওয়ার্ড এবং পশ্চিমবঙ্গের শিলিগুড়ি আন্তর্জাতিক শর্টফিল্ম ও ডকুমেন্টারি ফিল্ম উত্সবে বেস্ট ফিল্ম পুরস্কার লাভ করে মীনালাপ। তাতে কিন্তু ভারত বিজয় সম্পূর্ণ হয়নি। হলিউডের পর চলচ্চিত্রের সবচেয়ে বড় ইন্ড্রাস্টিজ হলো ভারতের বলিউড খ্যাত বোম্বাই ( মুম্বাই )। এই মুম্বাইয়ে গত ১৩ থেকে ২০ ডিসেম্বর ২০১৮  অনুষ্ঠিত হলো 17. Third Eye Asian Film Festival. এই উৎসবের স্বল্পদৈর্ঘ্য ছবির প্রতিযোগিতায় মীনালাপ জিতে নিল সেরা ছবির শিরোপা। অত:পর অনেকগুলো ভারতীয় ভাষায় এবং এশিয়ার আরও বেশ কটি দেশের মোট ২৪টি ছবির মধ্যে মীনালাপ আবার বেস্ট ফিল্ম অ্যাওয়ার্ড অর্জন করে।  

এর আগে এ বছরের জুলাই মাসে কাজাখস্থানে অনুষ্ঠিত ইউরেশিয়া চলচ্চিত্র উত্সবে সেরা স্বল্পদার্ঘ্য ছবি মীনালাপে – আর এতে গ্র্যান্ড পিক্স পুরস্কার জিতেছেন বাংলাদেশের নির্মাতা সুবর্ণা সেঁজুতি টুসি। তার পরিচালিত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘মীনালাপ’-এর জন্য তিনি এ পুরস্কার পেয়েছেন।এবারই বাংলাদেশ প্রথম এই উত্সবে যোগদান করেছে। প্রতিযোগিতায়  ৩৬ টি স্বল্পদৈর্ঘ্য বাছাই করা হয়। এই ৩৬ টি ছবির মধ্যে টুসির পরিচালিত ছবি মীনালাপ শ্রেষ্ঠ ছবি নির্বাচিত হয়। বাংলাদেশ ও ভারত থেকে এ বছর একমাত্র এই ছবিটিই পুরস্কার লাভ করে।

ভারতের পুনে ফিল্ম ও টেলিভিশন ইন্সটিটিউটে নির্মিত এই ছবির কাহিনি ও সংলাপও রচনা করেছে টুসি। ছবিটি বাংলা ভাষায় হলেও এখানে হিন্দি ও মারাঠি ভাষার ব্যবহার আছে। ইংরেজিতে সাব টাইটেল দেওয়া হয়েছে।

কাজাখস্থানে গত ৬ জুলাই২০১৮ইং শেষ হয়েছে ১৪ তম ইউরেশিয়া আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। এটি ইন্টারন্যাশনাল ফেডারেশন অফ ফিল্ম প্রডিউসার অ্যাসোসিয়েশন (FIAPF) স্বীকৃত এশিয়ার পুর্ণদৈর্ঘ্য এবং স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রের সর্ববৃহৎ উৎসব।

উৎসবের এবারের আসরে স্বল্পদৈর্ঘ্য বিভাগে গ্রান্ডপিক্স পুরুস্কার অর্জন করেছে বাংলাদেশি নির্মাতা সুবর্ণা সেঁজুতি টুসি পরিচালিত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘মীনালাপ’। আর এর মধ্য দিয়েই এই প্রথম উপমহাদেশের কোনো নির্মাতার চলচ্চিত্র এই উৎসবে পুরস্কৃত হলো।

সুবর্ণা সেঁজুতি টুসি বলেন,‘চলচ্চিত্রটি এমন একটি পুরস্কার জিতবে তা আমার প্রত্যাশার বাইরে ছিল। পড়াশোনা শেষে কমিটি ছবিটা সিলেক্ট করেছে সেটাই অনেক বড় পাওয়া ছিল। সে তুলনায় গ্র্যান্ড পিক্স পাওয়া বলব অভাবনীয় একটা পাওয়া। এ সাফল্য আমার বন্ধুদেরও যারা আমার টিম হয়ে সাথে ছিল। আমার জন্য এটা খুব বিউটিফুল একটা শুরু।’

পরিচালক সুবর্ণা সেঁজুতি টুসি জানান, ২৮ মিনিট দৈর্ঘ্যের চলচ্চিত্র ‘মীনালাপ’-এর কাহিনী এগিয়েছে আশায় আবর্তিত শহুরে নিঃসঙ্গ জীবনের মুহূর্তগুলো নিয়ে। পশ্চিম বঙ্গের একটি প্রত্যন্ত গ্রাম থেকে পুনে শহরে আসা  গার্মেন্টস-এ কর্মরত একটি বাঙালি দম্পতির অনাগত সন্তান ভুমিষ্ঠ হওয়ার আগ মুহূর্তগুলো চলচ্চিত্রটিতে  উঠে এসেছে।’

‘মীনালাপ’চলচ্চিত্রের চিত্রগ্রহণে ছিলেন অর্চনা গাঙ্গরেকর,শব্দ গ্রাহণে স্বরূপ ভাত্রা,শিল্প নির্দেশনায় হিমাংশী পাটওয়াল এবং সম্পাদনায় ছিলেন ক্ষমা পাডলকর। ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউট অফ ইন্ডিয়া এর প্রযোজনায় চলচ্চিত্রটির চিত্রনাট্য এবং পরিচালনা করেছেন সুবর্ণা সেঁজুতি টুসি।

‘মীনালাপ’এর কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন তিতাস দত্ত,প্রমিত দত্ত,বিবেক কুমার এবং দেভাস দীক্ষিত।

 ইউরোশিয়া আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব ইন্টারন্যাশনাল ফেডারেশন অব ফিল্ম প্রডিউসার অ্যাসোসিয়েশন স্বীকৃত এশিয়ার পূর্ণদৈর্ঘ্য এবং স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রের সর্ববৃহৎ উৎসব।

এমন একজন চলচ্চিত্রকারের বাবা হলেন লেখক গবেষক বিশিষ্ট রাজনীতিবিদ বীর মুক্তিযোদ্ধা  ড. নূহ-উল-আলম লেনিন, মা বিশিষ্ট বীর মুক্তিযোদ্ধা যাকে আমরা মুক্তিযুদ্ধে সাদা কাপড়ে মার্চ প্যারেড যে ছবিটি দেখি সে ছবির সামনের অগ্নিকণ্যা বীর মুক্তিযোদ্ধা একাত্তরে অন্যতম নেত্রী মুক্তিযোদ্ধা অধ্যাপক কাজী রোকেয়া সুলতানা রাকা। সেই গর্বিত বাবা মায়ের গর্বিত সন্তান বিক্রমপুরের তথা বাংলাদেশের গৌরব বয়ে এনেছেন।

একটি উত্তর দিন

দয়া করে আপনার কমেন্টস লিখুন
দয়া করে আপনার নাম লিখুন