প্রকাশিত : রোববার,২৪মে ২০২০ ইং ।। ১০ই জ্যৈস্ঠ ১৪২৭ বঙ্গাব্দ।। ৩০ রমজান ১৪৪১
বিক্রমপুর খবর : অনলাইন ডেস্ক : করোনা পরিস্থিতিতে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে ভিন্ন প্রেক্ষাপটে উদযাপন করা হচ্ছে পবিত্র ঈদুল ফিতর। করোনা মহামারীর কারণে এ বছর মক্কা-মদিনাসহ সৌদি আরবের কোথাও ঈদের জামাতের আয়োজন নেই।
সৌদি আরবে গেলো দু’মাস ধরে মসজিদে জামাতে নামাজ আদায় বন্ধ রয়েছে। এ কারণে এবারই প্রথম রমজান মাসে মসজিদে তারাবির নামাজ পড়া থেকে বঞ্চিত হন দেশটির ধর্মপ্রাণ মুসলমানরা।
সৌদি আরবে প্রতিবছর কয়েক লাখ মুসল্লির উপস্থিতিতে সবচেয়ে বড় ঈদের জামাত অনুষ্ঠিত হয় মসজিদুল হারাম এবং মসজিদে নববীতে। কিন্তু করোনা মহামারীর কারণে এ বছর মক্কা মদিনায় ঈদের জামাত হচ্ছে না।
এমন অবস্থার মধ্যে পবিত্র ঈদুল ফিতর উদযাপন করছেন স্থানীয়দের পাশাপাশি দেশটিতে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা।
এদিকে, অসহায় প্রবাসীদের মধ্যে ত্রাণ বিতরণ করছে সৌদি আরবের বেশ কয়েকটি সামাজিক ও রাজনৈতিক সংগঠন।
নিউজটি শেয়ার করুন..