প্রকাশিত : বুধবার ১২ মার্চ, ২০২৫, খ্রিষ্টাব্দ।। ২৭ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ( বসন্ত কাল)।। ১২ রমজান, ১৪৪৬ হিজরী।
বিক্রমপুর খবর : অনলাইন ডেস্ক : ফজলে লোহানী সাংবাদিক, লেখক, টিভি উপস্থাপক, চলচ্চিত্র প্রযোজক। সিরাজগঞ্জ জেলার কাউলিয়া গ্রামে ফজলে লোহানী জন্মগ্রহণ করেন। তার পিতা আবু লোহানী ছিলেন প্রখ্যাত সাংবাদিক ও সাহিত্যিক। ফজলেলোহানী ১৯২৯ সালের ১২ মার্চ সিরাজগঞ্জ জেলায় জন্মগ্রহণ করেছিলেন।
মাতা ফাতেমা লোহানী ছিলেন কলকাতা করপোরেশন স্কুলের শিক্ষিকা। বড় ভাই ফতেহ লোহানী বিশিষ্ট অভিনেতা, চিত্র পরিচালক, সাহিত্যিক, অনুবাদক ও বেতার ব্যক্তিত্ব।
১৯৪৭ সালে ভারত বিভাগের পর তিনি অন্যান্য কয়েকজনের সঙ্গে সাপ্তাহিক পূর্ববাংলা নামে পত্রিকা প্রকাশ করেন। ১৯৪৯ সালে তাঁর সম্পাদনায় ঢাকা থেকে প্রকাশিত হয় উন্নতমানের সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক মাসিক অগত্যা পত্রিকা।
পঞ্চাশের দশকে তিনি ইংল্যান্ড যান এবং বিবিসিতে কাজ করেন। ষাটের দশকের শেষ দিকে দেশে প্রত্যাবর্তন করে ফজলে লোহানী সাংবাদিকতা ও লেখালেখিতে জড়িত হন। ১৯৭৭-১৯৮৫ সাল পর্যন্ত সময়ে তিনি বাংলাদেশ টেলিভিশনে জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান যদি কিছু মনে না করেন পরিচালনা ও উপস্থাপনা করেন।
লেখক হিসেবেও তিনি খ্যাতি লাভ করেন। ফজলে লোহানী পেনশন নামে একটি চলচ্চিত্র প্রযোজনা করেন। ১৯৮৫ সালের ৩০ অক্টোবর ঢাকায় তার মৃত্যু হয়।
নিউজটি শেয়ার করুন .. ..
‘‘আমাদের বিক্রমপুর– আমাদের খবর।
আমাদের সাথেই থাকুন– বিক্রমপুর আপনার সাথেই থাকবে!’’
Login করুন : https://www.bikrampurkhobor.com
আমাদের পেইজ এ লাইক দিন শেয়ার করুন।
জাস্ট এখানে ক্লিক করুন। https://www.facebook.com/BikrampurKhobor
email – bikrampurkhobor@gmail.com