প্রাথমিক স্কুলে শীতের ছুটি শুরু ২৪ ডিসেম্বর

0
8
প্রাথমিক স্কুলে শীতের ছুটি শুরু ২৪ ডিসেম্বর

প্রকাশিত: শনিবার, ১৮  ডিসেম্বর ২০২১ইং।। ৪ঠা পৌষ  ১৪২৮ বঙ্গাব্দ (শীতকাল)।। ১৩ জামাদিউল আউয়াল ১৪৪৩ হিজরী।।

বিক্রমপুর খবর : অনলাইন ডেস্ক : দেশের সরকারি প্রাথমিক স্কুলগুলোতে ২৪ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে বড়দিন ও শীতকালীন ছুটি।শনিবার (১৮ ডিসেম্বর) প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব নাজমা শেখের স্বাক্ষর করা এক  অফিস আদেশে এ তথ্য জানানো হয়।

অফিস আদেশে বলা হয়, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শীতকালীন ছুটি ১৯ ডিসেম্বরের পরিবর্তে ২৪ ডিসেম্বর থেকে ২৯ ডিসেম্বর পর্যন্ত নির্ধারণ করা হয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের এক কর্মকর্তা নাম না প্রকাশের শর্তে বলেন, ২২ ডিসেম্বর পর্যন্ত স্কুলগুলোতে ক্লাস করানোর নির্দেশনা দেয়া হয়েছে। এখন স্কুলগুলোতে অন্তর্বর্তীকালীন পাঠ পরিকল্পনা চলছে। তাই সে অনুযায়ী ২৪ ডিসেম্বর থেকে ছুটি শুরু করতে বলা হয়েছে।

উল্লেখ, করোনাভাইরাসের প্রাদুর্ভাবের পর ২০২০ সালের ১৭ মার্চ সারা দেশে সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ করে দেয়া হয়। এর প্রায় দেড় বছর পর গত ১২ সেপ্টেম্বর স্কুল-কলেজে ক্লাস শুরু হয়। এদিকে ২০২১ সালের বার্ষরিক ছুটির তালিকা অনুযায়ী, ১৯ ডিসেম্বর থেকে ২৯ ডিসেম্বর পর্যন্ত শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে। সে অনুযায়ী দেশের প্রায় সব প্রাথমিক বিদ্যালয়ে মৌখিক বা লিখিত মূল্যায়ন শেষ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন .. ..     

   (বিজ্ঞাপন)  https://www.facebook.com/3square1          

   ‘‘আমাদের বিক্রমপুর-আমাদের খবর।

আমাদের সাথেই থাকুন-বিক্রমপুর আপনার সাথেই থাকবে!’’

   Login করুন : https://www.bikrampurkhobor.com

আমাদের পেইজ লাইক দিন শেয়ার করুন

একটি উত্তর দিন

দয়া করে আপনার কমেন্টস লিখুন
দয়া করে আপনার নাম লিখুন