পুরুষ নির্যাতন বন্ধে আইনের দাবিতে মানববন্ধন

0
26

প্রকাশিত:সোমবার,৪ ফেব্রুয়ারি ২০১৯।

বিক্রমপুর খবর::অনলাইন ডেস্ক:নারী নির্যাতন আইনের ন্যায় পুরুষ নির্যাতন আইন করার দাবি মানববন্ধন করছে বাংলাদেশ ম্যানস রাইটস ফাউন্ডেশন (বিএমআরএফ)।

রোববার জাতীয় প্রেসক্লাবের সামনে পুরুষ নির্যাতন প্রতিবোধ দিবস উপলক্ষে আয়োজিত এক মানববন্ধনে এ দাবি জানান সংগঠনের নেতারা।

গতকাল ৩ ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক পুরুষ নির্যাতন প্রতিরোধ দিবস হিসেবে পালন করার দাবি জানিয়ে সংগঠনের চেয়ারম্যান শেখ খায়রুর আলম বলেন,পুরুষরা ঘরে ও বাইরে নির্যাতনের শিকার হলেও আত্মসম্মানের ভয়ে কিছু প্রকাশ করে না। পুরুষ নির্যাতন আইন না থাকায় নিজের সুরক্ষায় আইনের আশ্রয়ও নিতে পারছে না।

তিনি আরো বলেন, আমরা পুরুষ নির্যাতনের দাবি তুলছি এর মানে এই নয় যে, আমরা নারী নির্যাতনকে সমর্থন করি। তবে পরকীয়া ও অবাধ্য স্ত্রীকে শাসন করতে গেলেই স্বামীর বিরুদ্ধে মিথ্যে নির্যাতন ও যৌতুকের মামলা দিচ্ছে যেসব নারী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। পরকীয়া বন্ধে দণ্ডবিধির ৪৯৭ ধারার সংশোধন দাবি করেন তিনি।

বাংলাদেশ তথ্য ও মানবাধিকার ফাউন্ডেশনের মহাসচিব রাশেদুজ্জামান বলেন, ‘বাংলাদেশ দণ্ডবিধির ৪৯৭ ধারায় বলা হয়েছে, ‘যদি কোনো ব্যক্তি এমন কোনো নারীর সঙ্গে তার স্বামীর সম্মতি ছাড়া যৌনসঙ্গম করে এবং অনুরুপ যৌনসঙ্গম যদি ধর্ষণের অপরাধ না হয়, তাহলে সে ব্যক্তি ব্যভিচারের দায়ে দায়ী হবে, যার শাস্তি সাত বছর পর্যন্ত যেকোনো মেয়াদের সশ্রম বা বিনাশ্রম কারাদণ্ডসহ উভয় দণ্ড। কিন্তু এক্ষেত্রে একইভাবে স্ত্রীলোকটিকে দুষ্কর্মের সহায়তাকারী হিসেবে দৃষ্টান্তমূলক শাস্তির উপযুক্ত বলে গণ্য করা হয়নি। শাস্তি না থাকার কারণে তারা পরকীয়ায় উৎসাহিত হচ্ছে।’ এজন্য এ আইনের সংশোধনের জন্য সংশ্লিষ্টদের প্রতি তিনি দাবি জানান।

চট্টগ্রামে চিকিৎসক মোস্তফা মোরশেদ আকাশের আত্মহত্যায় প্ররোচনাকারী স্ত্রীর দৃষ্টান্তমুলক শাস্তি দাবি করে বক্তারা বলেন, ডিভোর্সের পর কেন যৌতুক ও নির্যাতনের মামলা হচ্ছে তা খতিয়ে দেখার আহ্বান করছি।

সংগঠনের মহাসচিব প্রকৌশলী ফারুক শাজেদ শুভ বলেন, যে কোনো ধরণের নির্যাতনই শাস্তিযোগ্য অপরাধ। কিন্তু শুধু নারী নির্যাতনের বিচার হবে আর পুরুষ নির্যাতনের বিচার হবে না তা অন্যায় ও মানবাধিকারের লঙ্ঘন।

এ সময় মানববন্ধেনে সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

একটি উত্তর দিন

দয়া করে আপনার কমেন্টস লিখুন
দয়া করে আপনার নাম লিখুন