প্রকাশিত : শুক্রবার ০৪ এপ্রিল, ২০২৫খ্রিষ্টাব্দ।। ২১শে চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ (বসন্ত কাল)।। ০৫ শাওয়াল ১৪৪৬ হিজরী।
বিক্রমপুর খবর : লৌহজং প্রতিনিধি : ঈদের আনন্দ কাটিয়ে ধীরে ধীরে কর্মস্থলে ফিরতে শুরু করেছেন মানুষ। এর ফলে পদ্মা সেতুর জাজিরা প্রান্তে গত কয়েক দিন ধরে যানবাহনের চাপ বাড়তে শুরু করেছে। যদিও আজ শুক্রবার ছুটির দিন, তবুও অনেকেই বাড়ি থেকে ফিরে কর্মস্থলে যাচ্ছেন, কারণ শনিবার থেকে বেশ কিছু বেসরকারি প্রতিষ্ঠান খুলে যাচ্ছে।
পদ্মা সেতু কর্তৃপক্ষ জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় ২৮ হাজারেরও বেশি যান পারাপার হয়েছে পদ্মা সেতুর মাধ্যমে, এবং টোল আদায় হয়েছে ২ কোটি ৬৮ লাখ টাকারও বেশি। তবে, গত শুক্রবার ঈদে ঘরমুখো মানুষের চাপ ছিল বেশি, তখন ৪ কোটি টাকারও বেশি টোল আদায় হয়েছিল এবং প্রায় ৪০ হাজার যান পারাপার হয়েছিল।
অনেক কর্মী এই ঈদকে আলাদা হিসেবে অনুভব করছেন। তাদের মতে, এইবারের ঈদ ছিল বিশেষ কারণ এত লম্বা ছুটি তারা কখনোই পাননি। টানা নয় দিনের ছুটি বা এর চেয়েও বেশি ছুটি কাটানোর ফলে তারা পরিবারের সঙ্গে বেশি সময় কাটাতে পেরেছেন, যা তাদের আনন্দের মাত্রা বাড়িয়েছে।
এই পরিস্থিতিতে, ঈদ শেষে কর্মস্থলে ফেরার যাত্রা আরও সুশৃঙ্খলভাবে চলছে, এবং পদ্মা সেতু কর্তৃপক্ষের ব্যবস্থাপনায় স্বস্তি ও শান্তিপূর্ণ পরিবেশ বিরাজ করছে।
নিউজটি শেয়ার করুন .. ..
‘‘আমাদের বিক্রমপুর– আমাদের খবর।
আমাদের সাথেই থাকুন– বিক্রমপুর আপনার সাথেই থাকবে!’’
Login করুন : https://www.bikrampurkhobor.com
আমাদের পেইজ এ লাইক দিন শেয়ার করুন।
জাস্ট এখানে ক্লিক করুন। https://www.facebook.com/BikrampurKhobor
email – bikrampurkhobor@gmail.com