প্রকাশিত: সোমবার,২ নভেম্বর ২০২০ইং ।।১৭ই কার্তিক ১৪২৭ বঙ্গাব্দ (হেমন্তকাল)।।১৫ই রবিউল আউয়াল,১৪৪২ হিজরী।
বিক্রমপুর খবর : লৌহজং প্রতিনিধি : শিমুলিয়া-কাঁঠালবাড়ী নৌরুটে ডাম্ব ফেরিও চলাচল শুরু হয়েছে। গত দুদিন ধরেই অল্প কয়েকটি কেটাইপ ফেরি চলছে। এনিয়ে সোমবার সকাল থেকে এইরুটে ৩ টি ডাম্ব ও ৫ টি কেটাইপ ফেরি চালু হলো।
নাব্যতা সংকটে দীর্ঘ দিন ধরেই শিমুলিয়া-কাঁঠালবাড়ী নৌরুটে ফেরি চলাচল অচলাবস্থা সৃষ্টি হয়েছে। দীর্ঘ ২২ দিন টানা বন্ধ থাকার পর গত শুক্রবার সকাল থেকে পরীক্ষামূলকভাবে কেটাইপ ফেরি কুমিল্লা, ফরিদপুর, কাকলী, কর্নফুলীসহ ৫ টি ফেরি চলাচল শুরু করে কর্তৃপক্ষ। সোমবার সকাল থেকে ৩ টি ডাম্ব ফেরি চলাচলও শুরু হয়। তবে ফেরিগুলো ধারন ক্ষমতার অনেক কম যানবাহন নিয়ে নতুন চ্যানেল দিয়ে চলাচল করায় আগের চেয়ে প্রায় আধ ঘন্টা সময় বেশি লাগছে।
২২ দিন পর দিনের বেলা সীমিত আকারে ফেরি চলাচল করলেও সন্ধার পর ফেরি বন্ধ রাখা হতো। তবে রবিবার সন্ধার পর থেকে ২/৩ টি ফেরি চালু রেখেছে কর্তৃপক্ষ। তবে সন্ধার পর চলাচলকারী ফেরিগুলো অধিক সতর্কতা অবলম্বন করছে বলে কর্তৃপক্ষ জানিয়েছে।
উল্লেখ্য যে, ফেরি চলাচল এখনো স্বাভাবিক না হওয়ায় উভয় ঘাটে শতাধিক পন্যবাহী ট্র্রাক পারাপারের অপেক্ষায় আটকে রয়েছে। এদিকে নব্যতা সংকটের কারনে এরুটে চলাচলকারী লঞ্চ ও স্পীডবোটগুলোও প্রায়ই ডুবোচরে আটকে যাচ্ছে। ডুবোচরে ধাক্কা লেগে এপর্যন্ত বেশ কয়েকটি লঞ্চের তলা ফেটে ডোবারও উপক্রম হয়েছিল।
বর্তমানে নাব্যতা সংকট নিরসনে ড্রেজিং চলছে।
নিউজটি শেয়ার করুন .. ..
‘‘আমাদের বিক্রমপুর-আমাদের খবর।
আমাদের সাথেই থাকুন-বিক্রমপুর আপনার সাথেই থাকবে!’’