ট্রাইব্যুনালের আব্দুল হান্নান খানের জানাজা অনুষ্ঠিত; শ্রদ্ধা জানালেন আইজিপি

0
5

প্রকাশিত: সোমবার,৩০ নভেম্বর ২০২০ইং ।। ১৫ই অগ্রাহায়ণ ১৪২৭ বঙ্গাব্দ (হেমন্তকাল)।। ১৪ই রবিউস-সানি,১৪৪২ হিজরী।
বিক্রমপুর খবর : অনলাইন ডেস্ক : আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থার প্রধান সমন্বয়ক বীর মুক্তিযোদ্ধা ভূতাপেক্ষ আইজিপি আব্দুল হান্নান খানের জানাজা অনুষ্ঠিত হয়েছে। জানাজা শেষে আব্দুল হান্নান খানের প্রতি ফুলেল শ্রদ্ধা নিবেদন করেন বাংলাদেশ পুলিশ প্রধান ড. বেনজীর আহমেদ বিপিএম (বার)।

সোমবার (৩০ নভেম্বর) সকাল ১০ টায় রাজারবাগ পুলিশ লাইন্সে শহীদ এসআই শিরু মিয়া মিলনায়তনে মরহুমের জানাজা অনুষ্ঠিত হয়।

জানাজা শেষে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থার প্রধান আব্দুল হান্নান খানের প্রতি ডিএমপির পক্ষ থেকে ফুলেল শ্রদ্ধা জানান ডিএমপি কমিশনার মোহাঃ শফিকুল ইসলাম বিপিএম (বার)। এছাড়াও বাংলাদেশ পুলিশ সার্ভিস এসোসিয়েশনের পক্ষ থেকেও তাঁর প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়।

নেত্রকোনার পূর্বধলায় নিজ বাড়ীতে দ্বিতীয় জানাযা শেষে সেখানেই তাকে দাফন করার কথা রয়েছে। রবিবার তিনি সিএমএইচে মারা যান। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের পাশাপাশি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রমান হত্যাকাণ্ড ও জেলহত্যা মামলার তদন্তে প্রধান সমন্বয়কও ছিলেন আব্দুল হান্নান খান।

রোববার দুপুর পৌনে ১টার দিকে সিএমএইচ এ চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। তিনি করোনা পজিটিভ ছিলেন। এর আগে গত ১০ সেপ্টেম্বর অসুস্থ হয়ে পড়লে আব্দুল হান্নানকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়। পরে সেখান থেকে তাকে উন্নত চিকিৎসার জন্য প্রধানমন্ত্রীর নির্দেশনায় সিএমএইচে স্থানান্তর করা হয়।

উল্লেখ্য, আব্দুল হান্নান খান পুলিশের অতিরিক্ত ডিআইজি হিসেবে ২০০০ সালে অবসরে যান। অবসরে যাওয়ার পর তাকে আইজিপি পদমর্যাদায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থার সমন্বয়ক হিসেবে নিয়োগ দেয় সরকার। মুক্তিযুদ্ধে ১১ নং সেক্টরে থেকে যুদ্ধে অংশ নিয়েছিলেন হান্নান খান। ১৯৭৩ সালে বিসিএস প্রথম ব্যাচে এএসপি হন; প্রশিক্ষণে প্রথম স্থান অর্জন করেন তিনি। পরবর্তীতে ঢাকা মহানগর পুলিশ, পুলিশ সিকিউরিটি সেল ও সিআইডিতে বিভিন্ন পদে দায়িত্ব পালন করেন তিনি।

নিউজটি শেয়ার করুন .. ..

‘‘আমাদের বিক্রমপুর-আমাদের খবর।
আমাদের সাথেই থাকুন-বিক্রমপুর আপনার সাথেই থাকবে!’’

একটি উত্তর দিন

দয়া করে আপনার কমেন্টস লিখুন
দয়া করে আপনার নাম লিখুন