প্রকাশিত : রবিবার ,১৩ সেপ্টেম্বর ২০২০ইং ।। ২৯শে ভাদ্র ১৪২৭ বঙ্গাব্দ (শরৎকাল)।। ২৪শে মুহররম,১৪৪২ হিজরী
বিক্রমপুর খবর : মোহাম্মদ সেলিম : গতকাল শনিবার মুন্সীগঞ্জের ইসলামিক ফাউন্ডেশনের আওয়াতায় টঙ্গীবাড়ীতে ইমাম ও মোয়াজ্জিন কল্যাণ ট্রাস্টের সদস্যদের মাঝে আর্থিক সহযোগিতা ও চেক বিতরণ করা হয়েছে। প্রত্যক সদস্যকে ৫ হাজার টাকার চেক প্রদান করা হয়।
২৪ জন সদস্যর মাঝে এ চেক প্রদান করা হয়েছে। এ অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়েছে টঙ্গীবাড়ী উপজেলা পরিষদের সভাকক্ষে। এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে চেক বিতরণ করেন
মুন্সীগঞ্জ ২ আসনের সংসদ সদস্য সাগুফতা ইয়াসমিন এমিলি। এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন টঙ্গীবাড়ী উপজেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা মোসা: হাসিনা বেগম।
এ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ ইসলামিক ফাউন্ডেশনের সিনিয়র মাস্টার ট্রেইনার মুফতি সরওয়ার হোসাইন, টঙ্গীবাড়ী উপজেলা আ’লীগের সাধারণ
সম্পাদক হাফিজ আল আসাদ, লৌহজং উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক আব্দুর রশিদ সিকাদার, মুন্সীগঞ্জ ইসলামিক ফাউন্ডেশনের সুপার ভাইজার মোস্তফা কামাল,
টঙ্গীবাড়ী উপজেলা আ’লীগের সহ-সভাপতি মানিক মিয়া বাচ্চু মাঝি, সোনারং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বেলায়েত হোসেন লিটন মাঝি, টঙ্গীবাড়ী উপজেলা আওয়ামীলীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক নবীন কুমার রায় এবং সদস্য মোফাজ্জল হোসেন। উল্লেখ্য
২০১৯–২০২০ অর্থবছরে ইমাম ও মুয়াজ্জিন কল্যাণ ট্রাস্টের ১৪-০৫-২০২০ খ্রিস্টাব্দে অনুষ্ঠিত ৩০ তম সভায় ইমাম ও মুয়াজ্জিন কল্যাণ ট্রাস্টের সদস্যদের মাঝে ৫০০০ হাজার টাকার আর্থিক সাহায্য প্রদানের সিদ্ধান্ত গৃহীত হয়। সে প্রেক্ষিতে ইসলামিক ফাউন্ডেশন ও
জেলা প্রশাসনের যৌথ উদ্যোগে মুন্সীগঞ্জ জেলার ৬টি উপজেলায় ইমাম মুয়াজ্জিনদের মাঝে এ অর্থ বিতরণ করা হয় । লৌহজং উপজেলায় ৩৫ জন ও টঙ্গীবাড়ী উপজেলায় ৪০ জন ইমাম ও মুয়াজ্জিনদের মাঝে প্রতিজনকে ৫০০০ হাজার টাকা করে অর্থ বিতরণ করা হয়।
নিউজটি শেয়ার করুন .. ..
‘‘আমাদের বিক্রমপুর–আমাদের খবর।
আমাদের সাথেই থাকুন–বিক্রমপুর আপনার সাথেই থাকবে!’’
Login করুন : https://www.bikrampurkhobor.com
আমাদের পেইজ এ লাইক দিন শেয়ার করুন।
জাস্ট এখানে ক্লিক করুন। https://www.facebook.com/BikrampurKhobor
আপনার আশেপাশে সাম্প্রতিক খবর পাঠিয়ে দিন email – bikrampurkhobor@gmail.com