টঙ্গীবাড়িতে সরকারী বড় বড় গাছ কেটে রাস্তা বন্ধ চলে মাদকের ব্যবসা

0
135
টঙ্গীবাড়িতে সরকারী বড় বড় গাছ কেটে রাস্তা বন্ধ চলে মাদকের ব্যবসা

প্রকাশিত : বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২০ ইং ।। ১০ বৈশাখ  ১৪২৭ বঙ্গাব্দ।  ২৮ শাবান ১৪৪১

বিক্রমপুর খবর : ষ্টাফ রিপোর্টার টঙ্গীবাড়ী থেকে :টঙ্গীবাড়ির ধীপুর থেকে মটুকপুর রাস্তার বড় বড় কয়েকটি কড়ই গাছ কেটে রাস্তা বন্ধ করা হয়েছে। আর বন্ধ রাস্তায় চলে মাদক ব্যবসা সহ নিরপাদ সেবন। করোনা ইস্যুকে অবৈধ কাজে লাগিয়ে লক্ষাধিক টাকার ৫টি বড় বড় কড়ই গাছ কেটে রাস্তার উপর ফেলে রাখে এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়িরা। গাছ ফেলে রাস্তা বন্ধের কারনে জনগুরুত্বপূর্ন এ রাস্তার ব্যবহার শুধু মাদকাশক্তদের হয়ে গেছে।

ধীপুর ইউপি সচিব ফরহাদ হোসেন জানান, আমি ধীপুর ইউনিয়নের সচিব হিসেবে দায়িত্ব পালনের পাশাপাশি পাঁচগাও ইউনিয়নের সচিব হিসেবে অতিরিক্ত দায়িত্ব পালন করি। সপ্তাহে ৩ দিন সেখানে আমাকে যেতে হয় কিন্তু রাস্তাটি গাছ ফেলে বন্ধ করায় ৮ কিলোমিটার ঘুরে অন্য রাস্তা দিয়ে যেতে হচ্ছে।

ধীপুর ইউপি ১নং ওয়ার্ড মেম্বার জাহাঙ্গীর খান জানান- আমাকে না জানিয়ে গাছ গুলো কাটা হয়েছে চলমান রাস্তা বন্ধ করা হয়েছে এটা সংযোগ সড়ক হিসেবে হাসাইল, পাচঁগাও ও ধীপুর ইউনিয়নের জনগন যাতায়াত করে। করোনার জন্য রাস্তার বড় গাছ কাটতে হবে কেন। তাদের কে পারমিশন দিল জানিনা। মাদক বিক্রেতারা স্থানীয় প্রভাবশালী হওয়ায় তাদের বিষয়ে কিউ মুখ খুলতে চান না।

নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় ব্যক্তি জানান- সাবেক চেয়ারম্যান খোরশেদ আলমের ভাতিজা সুমন হাওলাদার সহ তার সিন্ডিকেটের সদস্যরা গাছ গুলো কেটেছে। বুধবার সকাল ১০টায় ধীপুর থেকে মটুকপুর রাস্তার চেয়ারম্যান বাড়ী সংলগ্ন বিজ্রের পাশে দেখা যায় ৫টি বড় আকারের কড়ই গাছ রাস্তার উপর কাটা অবস্থায় পরে আছে।

উপজেলা ফরেষ্টার মো: হুমায়ুন কবির খান বলেন- রাস্তার পাশের গাছ কাটার বিষয়ে আমি অবগত নই কোন অনুমতি নেয়া হয়নি। দোষীদের বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থ গ্রহন করা হইবে।

একটি উত্তর দিন

দয়া করে আপনার কমেন্টস লিখুন
দয়া করে আপনার নাম লিখুন