টঙ্গীবাড়িতে মানবিক সাহায্যের জন্য নতুন করে তালিকা প্রস্তুত হবে

0
11
টঙ্গীবাড়িতে মানবিক সাহায্যের জন্য নতুন করে তালিকা প্রস্তুত হবে

প্রকাশিত : রবিবার, ১৯ এপ্রিল ২০২০ ইং ।। ৬  বৈশাখ  ১৪২৭ বঙ্গাব্দ।  ২৪ শাবান ১৪৪১

বিক্রমপুর খবর : টঙ্গীবাড়ি নিজস্ব প্রতিনিধি : করোনা ভাইরাসের কারনে মানবিক সাহায্যে বিতরনের স্বচ্ছতা, জবাবদিহিতা সহ প্রকৃত ব্যক্তিদের প্রাপ্যতা নিশ্চিত করনের জন্য নতুন করে টঙ্গীবাড়িতে তালিকা প্রস্তুতের কার্যক্রম শুরু হচ্ছে। শনিবার সকাল ১০ টায় উপজেলা অডিটরিয়ামে দূর্যোগ ও ত্রান বিষয়ক সভায় উপজেলা নির্বাহী কর্মকতা মোসা: হাসিনা আক্তার সরকারের এ কার্যক্রমের স্বীদ্ধান্ত জানিয়েছে। সভায় উপজেলা চেয়ারম্যান জগলুল হাওলাদার ভূতু, ভাইস চেয়ারম্যান নাহিদ খান, উপজেলা স্বাস্থ্য কর্মকতা ডা: তাছলিমা ইসলাম, টঙ্গীবাড়ী প্রেসক্লাব সভাপতি এড. জাহাঙ্গীর আলম সাধারন সম্পাদক আবুবাক্কার মাঝি, উপজেলা প্রকৌশলী মো: শাহ মোয়াজ্জেম, প্রকল্প বাস্তবায়ণ কর্মকর্তা আরিফুলইসলাম, ইউপি চেয়ারম্যান বেলায়েত হোসেন লিটনমাঝি, আক্তার হোসেন মোল্লা, মিলেনুর রহমান, মহিউদ্দিন হাওলাদার, আলমাস চোকদার , আ: রহিম মিয়া, আলম শিকদার বাচ্চু সহ উপজেলা পর্যায়ের কর্মকর্তা গন উপস্থিত ছিলেন। উপজেলা পর্যায়ে ৩টি কমিটির মাধ্যমে প্রকৃত ও সঠিক তথ্যের ভিত্তিতে তালিকা তৈরি করা হবে। কমিটি গুলোহল- উপজেলা কমিটি, ইউনিয়ন কমিটি ও ওয়ার্ড কমিটি। উপজেলা কমিটির সভাপতি নির্বাহী কর্মকর্তা মোসা: হাসিনা আক্তার, সদস্য সচিব পিআই ও আরিফুল ইসলাম এছাড়া ইউনিয়ন কমিটির সভাপতি সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যান এবং সদস্য সচিব ইউনিয়নের সচিব থাকবেন। আর ওয়ার্ড পর্যায়ে ৭ সদস্য বিশিষ্ট কমিটি প্রত্যেকের বাড়ি বাড়ি গিয়ে নিভূল ভাবে তালিকা প্রস্তুত করে উক্ত কমিটির প্রত্যেক সদস্যর স্বাক্ষর সহ ইউনিয়ন কমিটিতে জমা দিবে। ওয়ার্ড কমিটি হবে সংশ্লিষ্ট ওয়ার্ডের মহিলা মেম্বার সভাপতি, শিক্ষক প্রতিনিধি, ইমাম, গন্যমান্য ব্যাক্তি ২জন ওয়ার্ড মেম্বার সদস্য সচিব। ওয়ার্ড কমিটি ৩টি তালিকা প্রস্তুত করবে। সংশ্লিষ্ট ওয়ার্ডের সকল পেশার দরিদ্র মানুষের তালিকা, মধ্যবিত্তদের তালিকা এবং ভাসমানদের তালিকা। উল্লেখিত তালিকায় স্থান পাবেনা ভিজিডি ভাতা সহ সরকারী অন্যান্য ভাতা ভোগীরা। উপজেলা কমিটির সদস্য সচিব আরিফুল ইসলাম জানান- রবিবার উপজেলার সকল ইউনিয়ন ও ওয়ার্ড কমিটি গঠন করা হবে। আর সোমবার থেকে পরবর্তী ৩ দিনের মধ্যে ওয়ার্ড কমিটি তালিকা প্রস্তুত করে ইউনিয়ন কমিটির নিকট জমা দিবে। উপজেলা ও ইউনিয়ন কমিটিতে মিডিয়া কর্মীদের সংযুক্ত করাকে গুরুত্বপূর্ন বলে অভিহিত করে টঙ্গীবাড়ি প্রেসক্লাব সভাপতি এড. জাহাঙ্গীর আলম জানান- মফস্বলের সাংবাদিকরা সকলের কথা বলে তাদের মাধ্যমে সঠিক চিত্র তুলে আনা সম্ভব। উপজেলা নির্বাহী কর্মকতা মোসা: হাসিনা আক্তার জানান- মানবিক সহযোগিতা প্রকৃত উপকার ভোগীরাই পাবে। উপজেলা চেয়ারম্যান জগলুল হাওলাদার ভূতু জানান- কেউ ৩বার পায় কেউ পায়না নতুন তালিকা হলে কেউ বাদ যাবে না।

শেয়ার করতে ক্লিক করুন-

একটি উত্তর দিন

দয়া করে আপনার কমেন্টস লিখুন
দয়া করে আপনার নাম লিখুন