চকবাজার আগুনে ৬৯ জনের মৃতদেহ উদ্ধার

0
3

প্রকাশিত: বৃহস্পতিবার,২১ফেব্রুয়ারি ২০১৯। 

বিক্রমপুর খবর:অনলাইন ডেস্ক: সময় যতই যাচ্ছে লাশের সংখ্যাও বাড়ছে। আগুন নিয়ন্তনে আসার পর থেকেই চলছে লাশের সন্ধান।একের পর এক ব্যাগ ভর্তি করে লাশবের করা হচ্ছে। ফায়ার সার্ভিসের পরিচালক লে.কর্নেল জুলফিকার বলছেন,এক একটি ব্যাগে একাধিক লাশ থাকতে পারে।তিন বলছেন ভেতরে আরো অনেক লাশ থাকতে পারে।

রাজধানীর চকবাজারের চুড়িহাট্টা শাহী মসজিদের পেছনের ভবনগুলোতে লাগা ভয়াবহ আগুনে দগ্ধ এখন পর্যন্ত অন্তত ৬৯ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এর মধ্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া মরদেহের মধ্যে ৪৮ পুরুষ ৫ জন নারী ও ২ জন শিশু রয়েছে।

 চুড়িহাট্টায় ফায়ার সার্ভিসের অস্থায়ী তথ্য কেন্দ্র থেকে এ তথ্য জানানো হয়েছে। সেখান থেকে বলা হয়েছে, বৃহস্পতিবার সকাল সাড়ে ৬টা পর্যন্ত তাদের উদ্ধার অভিযানে ৬৯টি মরদেহ উদ্ধার করা হয়েছে। এখনও সার্চিং অভিযান চলছে। প্রতিটি বিল্ডিংয়ের প্রতিটি কক্ষ তল্লাশি শেষে ক্ষয়ক্ষতির বিষয়ে পুরো তথ্য দেয়া সম্ভব হবে।

পুরান ঢাকার চকবাজারের একটি বহুতল ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় এখন পর্যন্ত ৭৬টি লাশ উদ্ধার করা  হয়েছে।তবে মৃতের  সংখ্যা আরও বাড়তে পারে বলে জানা গেছে।

গতকাল রাত ১০টা ৩৮ মিনিটে চকবাজারের নন্দ কুমার দত্ত রোডের শেষ মাথায় মসজিদের পাশে একটি ভবনে এ  অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।ভবনটির নিচতলায় প্লাস্টিকের গোডাউন ছিল। ওপরে ছিল পারফিউমের গোডাউন।

ফায়ার সার্ভিসের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আলী আহমেদ খান বলেন, আগুন লাগার পর থেকেই পর্যায়ক্রমে ফায়ার সার্ভিসের অন্তত ৩৭টি ইউনিটের ২০০ শতাধিক ফায়ার ফাইটার্স কাজ করছে। এই জায়গাটা আসলে সুরু  আমাদের পানির শঙ্কট হয়েছিল। এখানে বিভিন্ন ধরনের ক্যামিকেল আছে।

আগুনের সূত্রপাত নিয়ে ফায়ার সার্ভিসের মহাপরিচালক বলেন,গাড়ির সিলিন্ডার বিস্ফোরণ থেকে আগুনের সূত্রপাত।

একটি উত্তর দিন

দয়া করে আপনার কমেন্টস লিখুন
দয়া করে আপনার নাম লিখুন