প্রকাশিত : শনিবার ,১২ সেপ্টেম্বর ২০২০ইং ।। ২৮শে ভাদ্র ১৪২৭ বঙ্গাব্দ (শরৎকাল)।। ২৩শে মুহররম,১৪৪২ হিজরী
বিক্রমপুর খবর : গজারিয়া প্রতিনিধি : শুক্রবার দুপুর ৩ টায় মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলায় টেংগারচর ইউনিয়ন বৈদ্যারগাঁও গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের উপর হামলা চালিয়ে একজনের হাতের কব্জি বিচ্ছিন্ন আরেকজনকে গুরুতর আহত করেছে এবং হাতের আঙুল ফেলে গিয়েছে। এ ঘটনায় গজারিয়া থানায় মামলা রেকর্ড হয়েছে। এই মামলার প্রধান আসামি মুন্সীগঞ্জ যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি শাহজাহান খাঁনকে গ্রেফতার করার জন্য বৈদ্যারগাঁও গ্রামবাসী মানববন্ধন করেন হাজী কেরামত আলী উচ্চবিদ্যালয়ের মাঠ প্রাঙ্গনে। ওই মানববন্ধনে উপস্থিত ছিলেন আজিম উদ্দিন ফরাজী, হুমায়ুন ফরাজী, হান্নান মিয়া, তানিয়া আক্তার সহ প্রায় পাঁচ শতাধিক মানুষের উপস্থিতিতে মানববন্ধন হয়। মানববন্ধনে বক্তারা বলেন আহত রুবেলের অবস্থা আশঙ্খাজনক। তাই দ্রুত আসামীদের গ্রেফতার করার জন্য হুশিয়ারী দেন। অন্যথায় তারা আরো কঠোর আন্দোলনে যাবে বলে জানান। তারা আরো বলেন শাহজাহান খানের সন্ত্রাসী বাহিনীরা নিরীহ মানুষকে অত্যাচার ও চাঁদাবাজী করেন এবং তাদের বিরুদ্ধে গজারিয়া থানায় আরো ৪ টি মামলা রয়েছে বলে জানান।
নিউজটি শেয়ার করুন .. ..
‘‘আমাদের বিক্রমপুর–আমাদের খবর।
আমাদের সাথেই থাকুন–বিক্রমপুর আপনার সাথেই থাকবে!’’
Login করুন : https://www.bikrampurkhobor.com
আমাদের পেইজ এ লাইক দিন শেয়ার করুন।
জাস্ট এখানে ক্লিক করুন। https://www.facebook.com/BikrampurKhobor
আপনার আশেপাশে সাম্প্রতিক খবর পাঠিয়ে দিন email – bikrampurkhobor@gmail.com