প্রকাশিত: মঙ্গলবার, ২৮ ডিসেম্বর ২০২১ইং।। ১৩ই পৌষ ১৪২৮ বঙ্গাব্দ (শীতকাল)।। ২৩ জামাদিউল আউয়াল ১৪৪৩ হিজরী।।
বিক্রমপুর খবর : অফিস ডেস্ক: লৌহজং উপজেলার কনকসার ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৫ নং ওয়ার্ডের নবনির্বাচিত সদস্য হিসেবে তরুন জনপ্রিয় সমাজকর্মী নাহিদ বেপারী নির্বাচিত হয়েছেন।
বিজয়ী হয়ে তার অনুভুতি জানাতে গিয়ে তিনি বলেন, নির্বাচনে জয় পরাজয় থাকবেই। আমরা যারা ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছি তাদের সকলের উদ্দেশ্য ছিল এক এলাকার মানুষের জন্য কাজ করা। যারা মানুষের জন্য কাজ করতে আগ্রহী তারা নির্বাচনে জয়-পরাজয় নিয়ে ভাবেন না। আমি সকলকে নিয়ে এই ৫ নং ওয়ার্ডকে মডেল ওয়ার্ডে পরিনত করতে চাই। যারা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছেন তাদের সকলকে আমি বন্ধু মনে করি। বন্ধুদের প্রতি আমার আহ্বান আসুন নির্বাচন জয়-পরাজয় ভুলে গিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে মানুষের সেবায় এবং এলাকার উন্নয়নে একসাথে কাজ করি।
নাহিদ বেপারী বলেন, নির্বাচন একটি গণতান্ত্রিক প্রক্রিয়া। নির্বাচনের মাধ্যমে জনগণ তাদের পছন্দের নেতার হাতে এলাকার উন্নয়নের দায়িত্ব হস্তান্তর করেন।
সোমবার (২৬ ডিসেম্বর) জয়ের পর তিনি আরো বলেছেন, আমি জনগণের এ রায়ে গর্বিত। ৫নং ওয়ার্ড এর ভোটারগণ নানা বাধার মুখে রেকোর্ড সংখ্যক ভোট দিয়েছেন আমাকে। সদস্য পদপ্রার্থী ছিল মোট ৬জন তাদের মধ্যে আমাকে সর্বোচ্চ ভোট দিয়েছেন এটি প্রমাণ করে, সর্বস্তরের মানুষের ভালবাসার আমার প্রতি, আমার পরিবারের প্রতি, আমাদের এলাকার মুরুব্বিদের প্রতি, আমাদের কর্মীদের প্রতি আছে।
আপনারা আমাকে আপনাদের প্রানের এই ৫নং ওয়ার্ড এর নেতৃত্ব দেওয়ার সুযোগ করে দিয়েছেন। আমি আপনাদের সার্বিক সহযোগিতা চাই, আমি কথা দিচ্ছি, আপনারা কে ভোট দিয়েছেন বা দেন নি তা বিবেচনায় আনবো না। আপনারা সকলে আমাকে ভোট দিয়েছেন, দোয়া করছেন তাইতো আমি সর্বোচ্চ ভোট পেয়েছি এটা বিশ্বাস করি।’
ওয়ার্ডবাসী সবাই আমাকে ভোট না দিলেও নির্বাচিত হয়ে আমি মনে করি ওয়ার্ডে বসবাসকারী সকল নাগরিক আমাকে নির্বাচিত করেছেন। তাদের সকলের সুখ দুঃখের সাথী আমি হয়ে থাকবো। আমার পরিবারের ঐতিহ্য ধরে রাখবো ইনশাআল্লাহ! আমার বাবা চাচারা নয় ভাই ছিলেন এখন দুজন বেঁচে আছেন আলী আহমদ মাস্টার ও সাংবাদিক আলহাজ্ব নাছির উদ্দিন আহমেদ জুয়েল বেপারী, জুয়েল বেপারী আমার সাথে সর্বক্ষণ ছিলেন তার বুদ্ধি পরামর্শর বাহিরে যাই নাই। তিনি মাঠে ছিলেন বাড়ি বাড়ি গিয়েছেন, চাচাতো ভাইয়েরা বড় বড় পোস্টে চাকুরী করেন তারাও মাঠে ছিলেন বাড়ি বাড়ি গিয়েছেন আমরা সারা পেয়েছি। মরহুম আমার বাবা চাচাদেরকে ভোটাররা সামনে নিয়ে এসেছেন কথা বলার সময় পরিচয় হলে অনেক মুরুব্বি আমাকে জড়িয়ে ধরে আপ্লুত হয়ে ‘তুমি তাদের ছেলে’ আবেগঘন পরিবেশ তৈরি হয়েছে মূহুর্তের মধ্যে যা আমাকে সাহস যুগিয়েছে। ছোট বেলায় আমি আমার বাবা আবু তাহের বেপারীকে হারাইছি ভোটারদের কাছে গিয়ে আমার বাবার অনেক বন্ধু পেয়েছি, অনেক প্রশংসা, বাবার আদর্শ, বিচক্ষণতা, ট্রান্সফারেন্সী বিভিন্ন মহৎ গুণাবলী শুনে মন ভরে গিয়েছে।
নাগের হাট থেকে ঢাকা আমাদের ‘কিসমত’ লঞ্চ চলাচল করতো তাই নাগের হাট বাজারের আশেপাশে সবাই বিশেষ করে তিন চাচার সাথে খুব ভালো সম্পর্ক ছিল আবুল কাশেম বেপারী, নজরুল ইসলাম বেপারী ও ঝিলু বেপারীর সাথে। মেঝ কাকা নূরুল ইসলাম বেপারী কে মানুষ বেশি মনে রেখেছে। বিশেষ করে দাস পাড়ায়, কপালী পাড়ায় তাকে খুব মানতেন বিচার সালিশে মেঝ কাকা ছিলেন অনেক উঁচু মাপের।
আমার আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী সকলে মিলে মিশে একাকার হয়ে গিয়েছিলেন, গ্রামের মুরুব্বিরা আমার জন্য দোয়া করেছেন ঘরে ঘরে গিয়ে গনসংযোগ করেছেন আমার জন্য,বিশেষ করে কুদ্দুস খালাসী, ফরহাদ মৃধা বয়স্কজন মুরুব্বী সকাল সন্ধ্যা মাঠে ছিলেন।
আর তরুণদের কথা কি বলব, সামাজিক উন্নয়ন বা সমাজসেবা মূলক কাজ করার ইচ্ছে শক্তি নির্ভর করে সম্পূর্ণ নিজের মনের উপর । আপনার যদি ইচ্ছে হয় শুধু মাত্র তখনি আপনি এই সমাজ সেবা মূলক কাজ করে শান্তি পাবেন । আপনাকে কখনও জোর করে ধরে নিয়ে যেয়ে কেউ এই কাজ করাতে পারবে না । তারুণ্য নির্ভর এই দুনিয়াতে আপনি বা আপনার পাশে তরুণ বা তরুণী ছাড়া আর কেউ হাল ধরবে না।ধারাবাহিক উন্নয়ন কার্যক্রমের আওতায় এই মুহূর্তে বাংলাদেশের প্রায় আড়াই হাজার শিশু ও তরুণের দল রয়েছে, যারা গ্রাম উন্নয়ন কমিটির সঙ্গে একযোগে কাজ করে যাচ্ছে।বাংলাদেশের মোট জনসংখ্যার এক-তৃতীয়াংশই তরুণ। উন্নয়ন কর্মকাণ্ডের সূত্র ধরে তরুণদের সঙ্গে আমি কাজ করতে চাই তাই আমি তরুণদের নিয়ে কাজ করি বেশী। আমি তাহাদের মান সম্মান, ইজ্জত রক্ষা করবো ইনশাআল্লাহ।
(বিজ্ঞাপন) https://www.facebook.com/3square1
নিউজটি শেয়ার করুন .. ..
‘‘আমাদের বিক্রমপুর-আমাদের খবর।
আমাদের সাথেই থাকুন-বিক্রমপুর আপনার সাথেই থাকবে!’’
Login করুন : https://www.bikrampurkhobor.com
আমাদের পেইজ এ লাইক দিন শেয়ার করুন।
মিজানুর রহমান ঝিলু,লৌহজং থেকে
জাস্ট এখানে ক্লিক করুন। https://www.facebook.com/BikrampurKhobor