ঐতিহ্যবাহী ভেলাবাইচ

0
5
কুমার নদে ঐতিহ্যবাহী ভেলাবাইচ

প্রকাশিত : শনিবার ,১২ সেপ্টেম্বর ২০২০ইং ।। ২৮শে ভাদ্র ১৪২৭ বঙ্গাব্দ (শরৎকাল)।। ২৩শে মুহররম,১৪৪২ হিজরী

বিক্রমপুর খবর : অনলাইন ডেস্ক :

ফরিদপুরে কুমার নদে ঐতিহ্যবাহী ভেলাবাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকালে কুমার নদে অনুষ্ঠিত ভেলাবাইচ প্রতিযোগিতার উদ্বোধন করেন ফরিদপুর পৌরসভার মেয়র শেখ মাহতাব আলী মেথু।

এবারের ভেলাবাইচ প্রতিযোগিতায় জাতীয় পতাকা, বিভিন্ন রঙের বেলুন, কাগজের ফররা, ফেস্টুন দিয়ে সুসজ্জিত করা ৩০টি ভেলা অংশ নেয়। প্রত্যেক ভেলায় দুজন মাঝি নতুন গেঞ্জি, লুঙ্গি, গামছা বেঁধে বৈঠা বেয়ে প্রতিযোগিতায় অংশ নেন।

এ সময় হাজার হাজার নারী-পুরুষ, বৃদ্ধ-বণিতা নদের দুই পাশে জড়ো হয়ে ভেলাবাইচ উপভোগ করেন। ভেলাবাইচকে কেন্দ্র করে কোমরপুর এলাকাজুড়ে উৎসব আমেজ সৃষ্টি হয়। এদিন এলাকার প্রায় প্রতিটি বাড়িতেই পিঠা-পুলির আয়োজন করা হয় এবং আত্মীয়স্বজন বেড়াতে আসেন।

বাইচ শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন অনুষ্ঠানের প্রধান অতিথি ফরিদপুর পৌরসভার মেয়র শেখ মাহতাব আলী মেথু।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামিয়া আরাবিয়া ফরিদিয়া ফরিদাবাদ মাদ্রাসার প্রতিষ্ঠাতা আলহাজ মো. ফরিদ শেখ। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বক্তব্য রাখেন দক্ষিণ কোমরপুর যুব সংঘের উপদেষ্টা মো. ওবায়েদুর রহমান, জাহাঙ্গীর মণ্ডল, শেখ শহিদুল ইসলাম শহিদ মেম্বার, বেগম জয়গুন মেম্বার, ভেলাবাইচ প্রতিযোগিতার অন্যতম উদ্যোক্তা যুব সংঘের মো. ইমতাজুর রহমান সাইফুল, সোয়ায়েব শেখ, রানা শেখ, হায়দার, নাজমুল, রজব সলেমান, মিন্টু প্রমুখ। পরে ভেলাবাইচে অংশগ্রহণকারী প্রত্যেকের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

নিউজটি শেয়ার করুন .. ..         

‘‘আমাদের বিক্রমপুরআমাদের খবর

আমাদের সাথেই থাকুনবিক্রমপুর আপনার সাথেই থাকবে!’’

Login করুন : https://www.bikrampurkhobor.com

আমাদের পেইজ লাইক দিন শেয়ার করুন

     জাস্ট এখানে ক্লিক করুন। https://www.facebook.com/BikrampurKhobor

                   আপনার আশেপাশে সাম্প্রতিক খবর পাঠিয়ে দিন email – bikrampurkhobor@gmail.com  

একটি উত্তর দিন

দয়া করে আপনার কমেন্টস লিখুন
দয়া করে আপনার নাম লিখুন