একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ

0
22

প্রকাশিত:রবিবার,২০জানুয়ারি ২০১৯।

বিক্রমপুর খবর ডেস্ক: আজ একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী। ১৯৯২ সালের এ দিনে শহীদ জননী জাহানারা ইমামের নেতৃত্বে এ সংগঠন প্রতিষ্ঠিত হয়। ১৯৭১ সালের গণহত্যাকারী ও যুদ্ধাপরাধীদের বিচার এবং জামায়াত-শিবির চক্রের সাম্প্রদায়িক রাজনীতি নিষিদ্ধের দাবি নিয়ে এ কমিটি গড়ে ওঠে।এরপর বহু বাধা-বিপত্তি,জেল-জুলুম-হত্যার বন্ধুর পথ অতিক্রম করে বিগত ২৭ বছরে এই আন্দোলন বিজয়ের প্রথম ধাপ অতিক্রম করেছে। শহীদ জননীর জীবদ্দশাতেই মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নের এই নাগরিক আন্দোলন তৃণমূল পর্যায়ে বিস্তৃত হয়েছে এবং দেশের সীমা অতিক্রম করে ছড়িয়ে পড়েছে আন্তর্জাতিক অঙ্গনে। এই আন্দোলনের ধারাবাহিকতায় প্রধানত যুদ্ধাপরাধীদের বিচার এবং মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নের অঙ্গীকারের কারণে ২০০৮ সালের ৯ম জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ নেতৃত্বাধীন মুক্তিযুদ্ধের স্বপক্ষের মহাজোট অভূতপূর্ব জনসমর্থন লাভ করে সরকার গঠন করেছে এবং নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী যুদ্ধাপরাধীদের বিচার আরম্ভ করেছে। ২০১০ সালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গঠনের পর থেকে এ পর্যন্ত ৬০ জন শীর্ষস্থানীয় যুদ্ধাপরাধীর বিচার হয়েছে,যা শহীদ জননী জাহানারা ইমামের আন্দোলনের প্রাথমিক বিজয় বলে মনে করে নির্মূল কমিটি।

নির্মূল কমিটির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আজ রোববার রাজধানীর ধানমণ্ডিতে ডব্লিউভিএ মিলনায়তনে বিকেলে আলোচনা সভার আয়োজন করা হয়েছে।

জাতীয় অধ্যাপক আনিসুজ্জামানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক।

এ ছাড়া সেক্টর কমান্ডারস ফোরামের চেয়ারম্যান মেজর জেনারেল (অব.)কে এম সফিউল্লাহ বীরউত্তম,সংগঠনের সভাপতি শাহরিয়ার কবির,অধ্যাপক মুনতাসীর মামুন,ডা.উত্তম কুমার বড়ূয়া প্রমুখ উপস্থিত থাকবেন।

একটি উত্তর দিন

দয়া করে আপনার কমেন্টস লিখুন
দয়া করে আপনার নাম লিখুন