প্রকাশিত :মঙ্গলবার, ১৬ জুন ২০২০ ইং । ২রা আষাঢ় ১৪২৭ বঙ্গাব্দ ।।
বিক্রমপুর খবর : অনলাইন ডেস্ক : চলমান করোনা (কোভিট-১৯) ভাইরাসের প্রাদুর্ভাব কিছু দিন বন্ধ থাকার পর এবার অনলাইনে শুরু হলো তরুণ উদ্যোক্তাদের ডিজিটাল ব্যবসায়ের বুনিয়াদি প্রশিক্ষণ। বৃহস্পতিবার (১১ জুন) “ই-বাণিজ্য করবো নিজের ব্যবসা গড়বো” শীর্ষক এই প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন করেন বাণিজ্য সচিব ড. মোঃ জাফর উদ্দীন।
বাণিজ্য মন্ত্রণালয়ের ডাব্লিউটিও সেলের মহাপরিচালক, যুগ্মসচিব এবং প্রকল্প পরিচালক মোঃ হাফিজুর রহমানের সভাপতিত্বে প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে সংযুক্ত ছিলেন বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোঃ ওবায়দুল আজম, বিজনেস প্রমোশন কাউন্সিলের কো-অর্ডিনেটর এবং বাণিজ্য মন্ত্রণালয়ের যুগ্মসচিব এ. এইচ. এম. সফিকুজ্জামান, সহকারী প্রকল্প পরিচালক, মিরাজুল ইসলাম উকিল, ই-কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের প্রেসিডেন্ট শমী কায়সার এবং সাধারণ সম্পাদক আব্দুল ওয়াহেদ তমাল।
বাণিজ্য মন্ত্রণালয়ের ডব্লিউটিও সেলের উদ্যোগে, বিজনেস প্রমোশন কাউন্সিল (বিপিসি) এবং ই-কমার্স এসোসিয়েশন অব বাংলাদেশ (ই-ক্যাব) এর সহায়তায় ঢাকা অঞ্চলের শিক্ষার্থীদের নিয়ে ১১দিন ব্যাপী এই প্রশিক্ষণ কর্মসূচি চলছে।
নিউজটি শেয়ার করুন .. ..