ইবাদত কবুল হওয়ার প্রধান দুই শর্ত

0
20
ইবাদত কবুল হওয়ার প্রধান দুই শর্ত

প্রকাশিত : শুক্রবার, ১৪ আগস্ট ২০২০ইং ।। ৩০শে শ্রাবণ ১৪২৭ বঙ্গাব্দ ।।   বিক্রমপুর খবর : অনলাইন ডেস্ক :

আমাদের যাবতীয় আমল ও ইবাদত আল্লাহর দরবারে কবুল হতে দুটি প্রধান ও মৌলিক শর্ত রয়েছে। এ দুই শর্ত পাওয়া না গেলে আল্লাহর কাছে আমল কবুল হয় না। প্রথম শর্ত : আমলটি একমাত্র আল্লাহর জন্যই করা। আল্লাহ বলেন, ‘আর তাদের কেবল এই নির্দেশ দেওয়া হয়েছে যে, তারা যেন আল্লাহর ইবাদত করে তার জন্য দীনকে একনিষ্ঠ করে।’ -সূরা আল-বায়্যিনাহ, আয়াত : ৫

তিনি আরও বলেন, ‘সুতরাং যে তার রবের সাক্ষাৎ কামনা করে, সে যেন সৎকর্ম করে এবং তার রবের ইবাদতে কাউকে শরিক না করে’। -সূরা আল-কাহাফ, আয়াত : ১১০

দ্বিতীয় শর্ত : আমলটি সেই শরিয়ত মোতাবেক হওয়া, যা রাসূলুল্লাহ (সা.) নিয়ে এসেছেন। আল্লাহ বলেন- ‘বলুন, যদি তোমরা আল্লাহকে ভালোবাসো, তাহলে আমার অনুসরণ কর। তাহলে আল্লাহ তোমাদের ভালোবাসবেন’। -সূরা আল-ইমরান, আয়াত : ৩১

আর রাসূলুল্লাহ (সা.) বলেন : ‘যে এমন আমল করল যার মধ্যে আমাদের আদর্শ নেই, সেটি প্রত্যাখ্যাত’। (সহীহ মুসলিম)। অতএব, আমলটি যদি রাসূলুল্লাহ (সা.) এর আদর্শ মোতাবেক না হয়, তাহলে সেটি কবুল করা হবে না। যদিও আমলকারী মুখলিস হয়।

রাব্বুল আলামিন আমাদের জীবনের সব নেক কাজগুলো আল্লাহর রাসুলের দেখিয়ে যাওয়া পদ্ধতি অনুযায়ী একমাত্র আল্লাহর জন্যই করার তাওফিক দান করুন। আমীন।

নিউজটি শেয়ার করুন .. ..                       

একটি উত্তর দিন

দয়া করে আপনার কমেন্টস লিখুন
দয়া করে আপনার নাম লিখুন